রোজদিন ডেস্ক, কলকাতা :- দুপুর ২টো ৪৫ মিনিটে সাজা ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস। এর আগে শনিবারই বিচারক রায় দিয়ে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেন। আর আজ শুনানি চলাকালীন সব পক্ষের বয়ান শোনেন বিচারক।
সোমবার বেলা সাড়ে বারোটা থেকে প্রায় ৪০ মিনিট ধরে সব পক্ষের বক্তব্য শোনেন বিচারক অনির্বাণ দাস। তারপর তিনি জানান দুপুর পৌঁনে তিনটে নাগাদ সাজা ঘোষণা করবেন বিচারক। এদিন বিচারপতি অনির্বাণ দাস দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে বলেন, ‘আপনার বিরুদ্ধে যা অভিযোগ এসেছে, তা প্রমাণিত। আগেই তা আপনাকে বলেছিলাম, এর জন্য আপনার সর্বোচ্চ সাজা বা যাবজ্জীবন হতে পারে।’ বিচারকের কথা শুনে সঞ্জয় ফের দাবি করে, ‘আমাকে দিয়ে যেরকম ভাবে ইচ্ছা, যেখানে সেখানে সই করানো হয়েছে। আমার মেডিক্যাল করতে নিয়ে যাওয়ার সময় গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছিল।’ সঞ্জয়ের কথা শেষ করতে দিয়ে বিচারক দাস বলেন, ‘আমার বিচার্য বিষয় হচ্ছে যা যা এভিডেন্স এসেছে তার উপর ভিত্তি করে বিচার করা।’
এরপর সঞ্জয়ের এক আইনজীবী বলেন, এখনও তদন্ত শেষ হয়নি। তখন বিচারক সবাইকে বলব এজলাস ফাঁকা করে দেওয়ার জন্য। ২টো ৪৫ মিনিটে আবার কোর্ট বসবে।
Be the first to comment