‘দ্য কেরালা স্টোরি’-তে রাজ্যের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ জারি সুপ্রিম কোর্টের। বৃহস্পতিবার, রায়ে শীর্ষ আদালত জানাল, পশ্চিমবঙ্গেও দেখানো যাবে ছবি। ছবির প্রদর্শনে রাজ্য সরকারের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।
‘দ্য কেরালা স্টোরি’-কে কেন্দ্র করে যাতে কোনও রকম অশান্তি না হয় সেই কারণে বাংলার কোনও সিনেমা হলে ছবি প্রদর্শন বন্ধের নির্দেশ দেন বৈঠকে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৮ মে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান ছবির প্রযোজকরা।
এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, দেশের সব রাজ্যেই ‘দ্য কেরালা স্টোরি’ প্রদর্শিত হচ্ছে। বাংলাতেও ছবিটি তিনদিন চলেছে। সেই উদাহরণ থেকেই ছবি প্রদর্শনের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত।
Be the first to comment