
রোজদিন ডেস্ক, কলকাতা :- রবিবার শেষ হচ্ছে ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের কথা মাথায় রেখে শেষদিন আরও এক ঘণ্টা বাড়িয়ে দেওয়া হল সময়। আন্তর্জাতিক কলকাতা বইমেলা প্রতিদিন খোলে দুপুর ১২টা নাগাদ। বন্ধ হয় রাত আটটা নাগাদ। আটটা বেজে যাওয়ার পর আর কোনও বইপ্রেমী বইমেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারেন না। কিন্তু রবিবার অর্থাৎ বইমেলার শেষ দিন এক ঘণ্টার জন্য সেই সময়সীমা বাড়িয়ে দেওয়া হল। অর্থাৎ আজ রাত আটটার বদলে, বইমেলা খোলা থাকছে রাত ন’টা পর্যন্ত।
সমাপ্তিলগ্নের দোরগোড়ায়, শনিবার ভিড় উপচে পড়ে ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায়। এদিন প্রায় চার লাখ বইপ্রেমী এসেছিলেন বইমেলা প্রাঙ্গণে। এই বছর এখনও পর্যন্ত প্রায় ২৩ লাখ বইপ্রেমীর পা পড়েছে বইয়ের এই উৎসবে। গতবারের তুলনায় এই সংখ্যাটা অনেকটাই কম হলেও আশাহত নয় গিল্ড। কারণ, বই বিক্রির পরিমাণ আলো দেখাচ্ছে প্রকাশকদের।
প্রসঙ্গত, বইমেলা চলাকালীনই গত ছয় তারিখ থেকে শুরু হয়েছে সাহিত্য উৎসব। এই উৎসবের শুরুর দিন সমরেশ মজুমদার পুরস্কার তুলে দেওয়া হয় শিল্পী অঞ্জন দত্তের হাতে। একাধিক আলোচনা সভার আয়োজন করা হয়। তার সঙ্গে ছিল বিশেষ সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান। অবশেষে আট তারিখ সৌমেন্দ্র এবং সৌমজিৎয়ের গান দিয়ে শেষ হয় এই সাহিত্য উৎসব।
Be the first to comment