
রোজদিন ডেস্ক, কলকাতা:- মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের বহিষ্কারের বিষয় নিয়ে উত্তাল লোকসভা। সংসদে বিরোধী সাংসদদের তীব্র প্রতিবাদের মধ্যে বৃহস্পতিবার দফায় দফায় মুলতুবি হয় লোকসভার বাজেট অধিবেশন। বিরোধীদের হট্টগোলে দুপুর দু’টো পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন অধ্যক্ষ। দুপুর দু’টোর পর লোকসভায় এই বিষয়ে বক্তব্য রাখতে পারেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এমনটাই জানিয়েছেন সংসদীয়মন্ত্রী কিরেণ রিজিজু।
বৃহস্পতিবার লোকসভার কার্যক্রম শুরু হতেই বিরোধীদের হট্টগোলের জেরে মুলতুবি করে দেন স্পিকার। এরপর ফের দুপুর ১২টায় সংসদে অধিবেশন শুরু হওয়ার পরও একইভাবে বিরোধী সাংসদরা ভারতীয়দের আমেরিকা থেকে ফেরৎ পাঠানোর বিষয়টি তোলার চেষ্টা করেন।
কংগ্রেস সাংসদরা মুলতবি প্রস্তাব আনার জন্য নোটিশও জমা দেন বলে জানা গিয়েছে। সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে বিরোধী সদস্যরা ওয়েলে নেমেও বিক্ষোভ দেখাতে থাকেন। এরপর ফের দিলীপ সাইকিয়া দুপুর দু’টো পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন। সংসদের বাইরেও প্ল্যাকার্ড নেমেও বিক্ষোভ দেখান বিরোধীরা ৷
#WATCH | MPs of the opposition parties including Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi, Congress National President Mallikarjun Kharge, Samajwadi Party chief Akhilesh Yadav hold a protest outside the parliament over the issue of deportation of alleged illegal Indian… pic.twitter.com/aUCpbEOK1Q
— ANI (@ANI) February 6, 2025
Be the first to comment