
রোজদিন ডেস্ক, কলকাতা:- পরীক্ষার্থীদের অপেক্ষার অবসান এবার। মাধ্যমিকের ফল প্রকাশের তারিখ জানিয়ে দিল পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ। আগামী ২ মে, শুক্রবার ফল প্রকাশ মাধ্যমিকের।
মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে এখবর জানা গেছে। এর আগে জানা গিয়েছিল ৩০ এপ্রিল মাধ্যমিকের রেজাল্ট বেরোবে। কিন্তু এখন জানা যাচ্ছে, সেদিন যেহেতু দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার কথা, তাই পর্ষদ ২ মে মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে।
এবারের মাধ্যমিক শুরু হয়েছিল গত ১০ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় ২২ ফেব্রুয়ারি। পরীক্ষা দিয়েছিল ৯ লক্ষ ৮৪ হাজার ৮৯৪ জন পড়ুয়া। যদি ২ মে ফল প্রকাশিত হয়, তাহলে তা ৭০ দিনের মাথায় প্রকাশ হবে।
ছাত্রছাত্রীরা মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট – wbbse.wb.gov.in এবং wbresults.nic.in থেকে মাধ্যমিক ফলাফল দেখতে পারবেন, ঘোষণা হওয়ার পর।
কিভাবে জানবেন ওয়েবসাইটের মাধ্যমে তার পদ্ধতি নিম্নে তুলে ধরা হলো:-
- প্রথম ধাপ: WBBSE এর অফিসিয়াল ওয়েবসাইটে যান – wbbse.wb.gov.in
- দ্বিতীয় ধাপ: হোমপেজে, WBBSE মাধ্যমিক ফলাফল ২০২৫ এর লিঙ্কে ক্লিক করুন
- তৃতীয় ধাপ: আপনার রোল নম্বর, জন্ম তারিখ এবং অন্যান্য প্রয়োজনীয় বিবরণ প্রবেশ করুন
- চতুর্থ ধাপ: জমা বোতামে ক্লিক করুন এবং আপনার WBBSE ১০ম ফলাফল ২০২৫ স্ক্রিনে প্রদর্শিত হবে
- পঞ্চম ধাপ: ফলাফলটি ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য একটি প্রিন্টআউট নিন।
Be the first to comment