
রোজদিন ডেস্ক, কলকাতা:- ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। সোমবার থেকে দক্ষিণবঙ্গে উল্লেখ যোগ্য পারদ উত্থান। আপাতত বাংলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুক্র- শনিবার নাগাদ উত্তরবঙ্গের উপরের দু-তিন জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা।
আসাম ও দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত। অক্ষরেখা রয়েছে বিদর্ভ এলাকা থেকে কেরালা পর্যন্ত।
দক্ষিণবঙ্গে এখনও স্বাভাবিকের থেকে নিচে দিন ও রাতের তাপমাত্রা। বুধবার থেকে লক্ষ্যনীয় পারদ উত্থান। সপ্তাহের শেষে ফিরছে গরম। বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। এ সপ্তাহেই ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা। পশ্চিমের জেলায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে যেতে পারে তাপমাত্রা। আপাতত ৪/৫ দিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।
কলকাতায় আরও ৪৮ ঘণ্টা সকালে সন্ধ্যায় মনোরম পরিবেশ। বেলা বাড়লে ধীরে ধীরে উষ্ণতা বাড়বে। পরিষ্কার আকাশ। বুধবারের মধ্যে তাপমাত্রা অনেকটা বাড়বে। আগামী তিন দিনে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। সর্বোচ্চ তাপমাত্রা শনিবারের মধ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে কলকাতায়। কলকাতার তাপমানরাতের তাপমাত্রা ২১.১ থেকে বেড়ে ২৩.৭ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৪ থেকে বেড়ে ৩২.৬ ডিগ্রি।
Be the first to comment