
রোজদিন ডেস্ক, কলকাতা:- চৈত্রের শুরুতে দেশজুড়ে তীব্র দাবদাহের মাঝে স্বস্তি নিয়ে আসতে পারে বৃষ্টিপাত। ইউরোপীয় সেন্টার ফর মিডিয়াম-রেঞ্জ ওয়েদার ফোরকাস্টস মডেল অনুযায়ী, আগামী ২২ থেকে ২৮ মার্চের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাতসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে ওড়িশা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, কেরালা, অরুণাচল প্রদেশ, সিকিম, মেঘালয় এবং আসামে উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টিপাত তাপপ্রবাহ থেকে কিছুটা স্বস্তি দিতে পারে বলে আশা করা হচ্ছে।
এদিকে, ফাল্গুনের শেষলগ্নে প্রকৃতিতে এখনও হালকা শীতল হাওয়া অনুভূত হলেও চৈত্রের শুরু থেকেই তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, এই বৃষ্টিপাত কৃষি কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে, বিশেষ করে রবি শস্যের চাষাবাদে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে বজ্রপাতের সম্ভাবনা থাকায় জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর এই সময়ে নিয়মিত আপডেট প্রদান করবে বলে জানিয়েছে।
কলকাতায় বুধবার থেকে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা বাড়বে। বৃহস্পতিবার থেকে মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত ঝড়-বৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে সকালে কিছুক্ষণ মনোরম আবহাওয়া থাকবে। বেলা বাড়লে পরিষ্কার আকাশ, কখনও আংশিক মেঘলা আকাশ বিরাজ করবে।
শহরে আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৮ থেকে ৯১ শতাংশ।
Be the first to comment