বাড়ল না লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ, পুরোনো হারেই পাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- জল্পনা ছিল লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ বরাদ্দ হবে রাজ্য বাজেটে। কিন্তু বুধবার রাজ্য বাজেটে বাড়ানো হল না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। অনেকেই আশা করেছিলেন, ভোটের কথা মাথায় রেখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে হয়তো ভাতার পরিমাণ বাড়াতে পারে রাজ্য। আপাতত রাজ্যের মহিলাদের সেই আশা পূরণ হল না।

গত বছর রাজ্য বাজেটে বাড়ানো হয়েছিল জনমোহিনী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা। মূলত ২০২৪ লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই রাজ্য সরকার এই অর্থ বরাদ্দ করেছিল বলে জানা যায়। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাজেট ঘোষণায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ঘোষণা করেছিল, লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা হবে। এপ্রিল মাস থেকেই তা বাস্তবায়িত হতে শুরু হয়। ঘোষণা অনুযায়ী সেই টাকা পান রাজ্যের মহিলারা। এদিন বাজেটে চন্দ্রিমা ঘোষণা করেন, অপরিবর্তিত থাকছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতার পরিমাণ। বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ২.২১ কোটি মহিলা অন্তর্ভুক্ত। লক্ষ্মীর ভাণ্ডারের জন্য এবার রাখা হয়েছে ২৬ হাজার ৭০০ কোটি টাকা।
তবে ওয়াকিবহাল মহলের ধারণা, ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে  লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হতে পারে।  অনেকের ধারনা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই হয়তো ভোটের ছ’মাস আগে ওই বর্ধিত পরিমাণ ঘোষণা করতে পারেন। আবার অনেকের অনুমান তার আগেও আলাদা করে লক্ষ্ণীর ভান্ডার প্রকল্পে মাথাপিছু অর্থের পরিমাণ বাড়াতে পারেন মমতা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*