রোজদিন ডেস্ক :- কুয়াশায় ঢাকা ভোরে বাতাসে শিরশিরানি ভাব। হু হু করে বইছে উত্তুরে হাওয়া। এদিকে তাপমাত্রার পারদ পতন অব্যাহত। ক্রমশ কমছে তাপমাত্রা। দিনভর মনোরম আবহাওয়া থাকলেও, ভোরে ও সন্ধেয় অনুভূত হচ্ছে হালকা শীত। তবে কি চলতি মাসেই কনকনে ঠান্ডার আমেজ পাওয়া যাবে?আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা গতকালের তুলনায় আরও খানিকটা কমেছে। গতকাল, রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস ছিল। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। চলতি মরশুমে এই প্রথম এতটা নামল পারদ। দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিমের জেলাগুলিতে আগেই পারদ নামতে শুরু করেছিল। এখন আরও কমায় ভরপুর শীতের আমেজ অনুভূত হচ্ছে।মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের মাঝামাঝি বাংলার সব জেলাতেই ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। ফলে শীতের আমেজ পাওয়া যাবে সপ্তাহ জুড়েই। সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। চলতি সপ্তাহে কোনও জেলাতে বৃষ্টির পূর্বাভাস নেই। ভোরে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি এবং উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট থাকবে। যার জন্য সতর্কতা জারি করা হয়েছে। তাপমাত্রা কমলেও, আপাতত জাঁকিয়ে ঠান্ডার আমেজ পাওয়া যাবে না। ডিসেম্বরের আগে কনকনে ঠান্ডা অনুভূত হবে না।
Be the first to comment