
রোজদিন ডেস্ক, কলকাতা:- খড়গপুরে IIT পড়ুয়ার রহস্যমৃত্যু। আইআইটি থেকে উদ্ধার এক পড়ুয়ার ঝুলন্ত দেহ। রবিবার রাতে ওই পড়ুয়ার দেহ উদ্ধার করে খড়্গপুর টাউন থানার পুলিশ। মৃতের নাম অনিকেত ওয়ালকর। ২২ বছরের তরুণ মহারাষ্ট্রের গোন্ডিয়া জেলার বাসিন্দা।
পুলিশ ও আইআইটি সূত্রে জানা গিয়েছে, অনিকেত ওশেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নোভাল আর্কিটেকচার বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। আইআইটি খড়্গপুরের জগদীশচন্দ্র বসু হলে থাকতেন তিনি। ওই হলের সি-২১৪ রুম থেকেই তাঁর দেহ উদ্ধার হয়েছে।
হস্টেলে নিজের ঘরে ছিলেন ওই ছাত্র। সহপাঠীরা ডাকাডাকি করলেও সাড়া না মেলায় খবর যায় নিরাপত্তারক্ষীদের কাছে। তাঁরা ছুটে এসে দেখেন, গলায় দড়ির ফাঁসে ঝুলছে অনিকেতের দেহ। খবর পেয়ে আসে খড়্গপুর টাউন থানার হিজলি ফাঁড়ির পুলিশ। উদ্ধার করা হয় অনিকেতের দেহ। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। কীভাবে ওই ছাত্রের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। কীভাবে মৃত্যু হয়েছে সেই বিষয়ে স্পষ্ট হতে হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে মৃতদেহ।
Be the first to comment