আরজি কর ঘটনায় রাজ্যের ডিজি ও মুখ্যসচিবকে রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের

Spread the love

চিরন্তন ব্যানার্জি:-

আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকে নৃশংসভাবে হত্যার ঘটনায় এবার ময়দানে নামল জাতীয় মানবাধিকার কমিশন। রাজ্যের ডিজি ও মুখ্যসচিবকে নোটিস পাঠাল তাঁরা। দু’সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট তলব করল।
মঙ্গলবার মানবাধিকার কমিশনের তরফে জানানো হয়েছে, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রহস্যজনক পরিস্থিতিতে এক জুনিয়র মহিলা ডাক্তারের মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করছে কমিশন। ধর্ষণ এবং হত্যার অভিযোগ অত্যন্ত গুরুতর। পশ্চিমবঙ্গের মুখ্যসচিব এবং পুলিশের ডিজিকে নোটিস জারি করে, দু’সপ্তাহের মধ্যে বিশদ রিপোর্ট জমা দিতে বলেছে কমিশন।
কমিশন আরও জানায়, বিভিন্ন মিডিয়ায় এই খুন নিয়ে যা রিপোর্ট উঠে এসেছে, তার ভিত্তিতেই জানা গেছে, হাসপাতালের সেমিনার হলে একজন জুনিয়র মহিলা ডাক্তারকে মৃত অবস্থায় পাওয়া যায় ৯ অগস্ট। জানা গেছে, নিহতের শরীরে আঁচড়ের চিহ্ন রয়েছে, যা ইঙ্গিত করে যে ঘটনার সময়ে ধস্তাধস্তি হয়েছিল।মেয়েটির পরিবারের অভিযোগ, তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই পরিস্থিতিতে কমিশন পর্যবেক্ষণ করেছে, যে মিডিয়া রিপোর্টের বিষয়বস্তু যদি সত্য হয়, তবে আক্রান্তের মানবাধিকার ভয়াবহ ভাবে লঙ্ঘন হয়েছে। সেই জায়গা থেকে, পশ্চিমবঙ্গের মুখ্যসচিব এবং ডিজি-র কাছে রিপোর্ট তলব করা হয়েছে। জানতে চাওয়া হয়েছে, পুলিশি তদন্ত ঠিক কী অবস্থায় রয়েছে, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কী পদক্ষেপ করা হয়েছে। পাশাপাশি, মৃতের নিকটাত্মীয়দের ক্ষতিপূরণও দেওয়ার কথা জানাতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*