আরজি কর কাণ্ডে তদন্তের অগ্রগতি জানতে দিল্লি যাচ্ছেন নির্যাতিতার বাবা-মা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য। আন্দোলনের আঁচ ছড়িয়েছিল সর্বত্র। দোষীদের শাস্তির দাবিতে পথে নেমেছিলেন জুনিয়ার ডাক্তার সহ সাধারণ মানুষ। এই ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছে একজন। এদিকে তদন্তের অগ্রগতি নিয়েও সন্তুষ্ট নন আরজিকরের নির্যাতিতার বাবা-মা।

একবার নয়, একাধিকবার অভিযোগ করেছেন, সিবিআই যোগাযোগ রাখছেন না তাঁদের সঙ্গে। মেয়ের মৃত্যুর তদন্তের অগ্রগতি কী সেকথাও তাঁদের জানানো হচ্ছে না। এই পরিস্থিতিতে এবার দিল্লি যাচ্ছেন নির্যাতিতার বাবা-মা। জানা গিয়েছে, সেখানে সিবিআইয়ের ডিরেক্টরেটের সঙ্গে দেখা করবেন তাঁরা। এই মামলার আইনজীবীর সঙ্গেও কথা বলার কথা রয়েছে তাঁদের।
নির্যাতিতার বাবার কথায়, সুপ্রিম কোর্টে তাঁদের আইনজীবী করুণা নন্দীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন তাঁরা। শিয়ালদহ আদালতে যাঁরা লিগ্যাল টিম আছে তাঁরাও যাচ্ছেন। সিনিয়ার কয়েকজন চিকিৎসক যাচ্ছেন। মামলা যাতে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে ফিরিয়ে আনা যায়, সেই চেষ্টা করা হবে। এছাড়াও তাঁরা দিল্লির সিজিও কমপ্লেক্সে যাবেন। নির্যাতিতার মা জানান, ‘আমরা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করব না। ওঁরা আমাদের সময় দেননি। হয়তো পরের সপ্তাহে সময় হবে।’ তদন্তের অগ্রগতি জানতেই তাঁরা যাবেন বলে জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*