বিয়ে ভেঙে আলাদা হতে চলেছেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় জুটি

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- জল্পনা বেশ কয়েক দিন ধরেই চলছিল। অবশেষে তাতে সিলমোহর পড়ার পথে। ৪ বছরের বিয়ে ভেঙে আলাদা হতে চলেছেন নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা। ভালোবেসে বিয়ে করলেও কিছুদিনের মধ্যেই দুজনের মধ্যে দেখা দেয় গন্ডগোল। আর তারপর থেকেই নাকি আলাদা থাকছিলেন তারা।

তবে আর পাঁচটা সেলিব্রেটি জুটির থেকে নীল এবং তৃণার বিয়েটা একেবারেই ছিল আলাদা। সংবাদমাধ্যম সূত্রে খবর, নীল এবং তৃণা নাকি চুক্তির বিয়ে করেছিলেন। এতদিন পর তাদের বিয়ের আসল সত্যিটা জেনে চমকে উঠছে সকলে।

২০২১ সালে মহা ধুমধাম করে বিয়ে করেছিলেন নীল এবং তৃণা। বিয়ের পরপরই নাকি দুজনের সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে। তাদের এই বৈবাহিক জীবনের মেয়াদ ছিল মাত্র ৬ মাস। তারপরেই তার আলাদা হয়ে গিয়েছিলেন। মাঝে বেশ কয়েকবার এই নিয়ে কথা উঠলেও সফলভাবেই সব জল্পনাকে উড়িয়ে দিয়েছিলেন দুজনে। কিন্তু গত কয়েক বছর ধরেই নাকি নীল এবং তৃণা আলাদা রয়েছেন। এরপরেও একসঙ্গে টলিউডের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেছেন, সোশ্যাল মিডিয়াতে নিয়মিত একসঙ্গে ছবি আপলোড করেছেন।

নীল এবং তৃণার বিয়ের ভাঙ্গার প্রকৃত কারণ এখনো অজানা। তবে তাদের বিয়ে ভাঙার খবরটা সত্যিই দুঃখজনক। কলেজ জীবন থেকেই একে অপরের প্রেমে পড়েছিলেন তারা। বিয়ের আগে দীর্ঘ বেশ কয়েক বছরের প্রেম ছিল দুজনের মধ্যে। কিন্তু বিয়ের পর সেই সম্পর্কের মেয়াদ হল মাত্র ৬ মাস। এদিকে শোনা যাচ্ছে তৃণা নাকি এরই মধ্যে টলিউডের এক পরিচালকের প্রেমে পড়েছেন। অন্যদিকে নীল আপাতত সিরিয়ালের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*