
রোজদিন ডেক্স: এসএসকেএম হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আদালতের নির্দেশে তাঁকে ভর্তি করা হয়েছিল বেসরকারি হাসপাতালে। বর্তমানে তাঁর শারীরিক পরিস্থিতি কেমন? শুক্রবার সিবিআই বিশেষ আদালতে মেডিকেল রিপোর্ট জমা দিলেন সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসক। মেডিকেল রিপোর্ট অনুযায়ী, এখন আগের থেকে অনেক ভালো রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। দিন দুয়েকের মধ্যে তাঁকে ছেড়ে দেওয়া হবে হাসপাতাল থেকে।
এদিন আলিপুরে সিবিআই-এর বিশেষ আদালতে ছিল প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। শুনানির সময় বেসরকারি হাসপাতালের কাছে পার্থর মেডিকেল রিপোর্ট চান বিচারক। হাসপাতালের তরফে একজন প্রতিনিধি নিজে আদালতে উপস্থিত হয়ে মেডিকেল রিপোর্ট তুলে দেন। সঙ্গে এও জানান আগামী ২-৩ দিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ২০ জানুয়ারি প্রেসিডেন্সি জেলে অসুস্থ বোধ করায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ভর্তি করানো হয়েছিল এসএসকেএমে। এরপর এসএসকেএমের চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে আদালতে তিনি দাবি করেছিলেন তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তির অনুমতি দেওয়া হোক। তাঁর আবেদনে সাড়া দেয় আদালত। তবে বলা হয়েছিল তিনি নিজের খরচে বেসরকারি হাসপাতালের বিল মেটাবেন। এরপর গত ২৮ জানুয়ারি মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানেই প্রায় ২ সপ্তাহ ধরে তিনি চিকিৎসাধীন।
Be the first to comment