
রোজদিন ডেস্ক, কলকাতা:- মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে। জানালেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। আজ রবিবার মুর্শিদাবাদে দাঁড়িয়ে তিনি সাংবাদিকদের জানান, ‘সিচুয়েশন ইজ আন্ডার কনট্রোল’।
প্রসঙ্গত,শনিবার মুর্শিদাবাদের অশান্তি নিয়ে সাংবাদিক সম্মেলন করেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। ভাঙচুর, হিংসা ছড়ানোর ঘটনায় অভিযুক্ত কাউকে রেয়াত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে ছিলেন তিনি। সাধারণ মানুষকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ারও আশ্বাসও দিয়েছেন ডিজি।
বস্তুত ওয়াকফ আইনের কার্যকারিতার বিরুদ্ধে মুর্শিদাবাদের সুতি, সামশেরগঞ্জের অশান্তির একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। শুক্রবার থেকেই ওয়াকফ আইন বিরোধী বিক্ষোভ পরিণত হয় হিংসা, ভাঙচুরে। কোথাও বিডিও অফিস ভাঙচুর করা হয়, কোথাও জাতীয় সড়কে একের পর এক গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনাও ঘটে। ভিডিও, ছবি দেখে এখনও পর্যন্ত শতাধিক অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
Be the first to comment