
রোজদিন ডেস্ক, কলকাতা:- এপার বাংলা, ওপার বাংলা, দুই বাংলার সাংস্কৃতিক আকাশেই বড় নক্ষত্রপতন। প্রয়াত হলেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সনজিদা খাতুন। বাংলাদেশে সংস্কৃতি চর্চার অন্যতম অগ্রণী মুখ সনজিদার প্রয়াণকালে বয়স হয়েছিল ৯১ বছর। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন বার্ধক্যজনিত রোগে। সম্প্রতি হাসপাতালে ভর্তি ছিলেন ডায়াবিটিস ও কিডনির সমস্যা নিয়ে। বাংলাদেশে বিভিন্ন সাহিত্যসংস্কৃতিমূলক উদযাপনে আজও তাঁর প্রতিষ্ঠিত ‘ছায়ানট’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুই বাংলার মধ্যে সাম্প্রদায়িকতার বিষবাষ্পকে পরাহত করে সম্প্রীতি গড়ে তোলার চেষ্টা বারবার পরিলক্ষিত হয়েছে তাঁর নানা কাজে।
প্রসঙ্গত, সনজীদা খাতুনের পড়াশোনা রবীন্দ্রনাথের স্বপ্নতীর্থ শান্তিনিকেতনে। সেই শান্তিনিকেতনের আদর্শকেই আজীবন বহন করে গিয়েছেন এই বিদুষী।
সনজীদা খাতুন একদিকে যেমন রবীন্দ্রসঙ্গীত নিয়ে পড়াশোনা করেছেন, তেমনই অন্যদিকে রবীন্দ্রনাথের কবিতার শৈলী নিয়েও গবেষণা করেছেন বলে জানা যায়। সনজীদা খাতুন ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সম্মানসহ স্নাতক এবং ১৯৫৫ সালে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে ১৯৭৮ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
রবীন্দ্রচর্চা ও সংস্কৃতি সমৃদ্ধ জীবনে একাধিক সম্মানে ভূষিত হয়েছেন সনজীদা খাতুন। বিশ্বভারতী তাঁকে দেশিকোত্তম সম্মানে সম্মানিত করেছে। এছাড়াও, পশ্চিমবঙ্গ সরকারের তাঁকে রবীন্দ্র পুরস্কারে ভূষিত করেছে। ২০২১ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করে। বাংলাদেশ সরকার তাঁকে সম্মানিত করেছে একুশে পদক এবং বাংলা অ্যাকাদেমি সাহিত্য পুরস্কারে।
Be the first to comment