কৃষক বন্ধু’ প্রকল্পে অর্থ বরাদ্দ করল রাজ্য সরকার, ১ কোটির বেশি কৃষককে দেওয়া হবে টাকা

Spread the love

রোজদিন ডেস্ক :-‘কৃষক বন্ধু’ প্রকল্পে অর্থ বরাদ্দ করল রাজ্য সরকার। ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বাংলায় কৃষিক্ষেত্রে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তাই কৃষকদের কথা ভেবে বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য অর্থ বরাদ্দের কথা ঘোষণা করলেন। আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে এই অর্থ পৌঁছে যাবে কৃষকদের অ্যাকাউন্টে।

এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করে ‘কৃষক বন্ধু’ প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্যের মোট ১ কোটি ৯ লক্ষ কৃষককে দেওয়া হবে ২ হাজার ৯৪৩ কোটি টাকা, যা সাম্প্রতিককালে রেকর্ড অঙ্ক। শুক্রবার থেকে এই অর্থ কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। চলতি বছরই শুধুমাত্র কৃষকবন্ধু প্রকল্পে ৫ হাজার ৮৫৯ কোটি টাকা সহায়তা দেওয়া হল। এই অর্থ সম্পূর্ণ রাজ্যের, কেন্দ্রের কোনও সহায়তা নেই।’
পাশাপাশি তিনি এও বলেন কৃষকদের কীভাবে ফসলের ক্ষতিপূরণ দেওয়ার জন্য সংশ্লিষ্ট দফতরের মন্ত্রীরা জেলায় জেলায় ঘুরে তা মূল্যায়ন করবেন। ইতিমধ্যেই এই বিষয়ে তিনি কথা বলেছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের সঙ্গে।
প্রসঙ্গত, ২০১৯ থেকে শুরু করে ২০২৪ সাল। এই প্রকল্পে সব মিলিয়ে ২১ হাজার ১৩৪ কোটি টাকার সহায়তা দেওয়া হল। সেই সঙ্গেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে কৃষকদের ক্ষয়ক্ষতি হয়। সেই টাকাও রাজ্য সরকারের পক্ষ থেকে প্রদান করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*