রোজদিন ডেস্ক :- হেপাটাইটিস বি প্রতিরোধে পশ্চিমবঙ্গ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। সাম্প্রতিক জাতীয় সমীক্ষাতে এই তথ্য সামনে এসেছে।
মঙ্গলবার নবান্নের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বিবৃতি দিয়ে এখবর জানিয়ে এই কাজের সঙ্গে যুক্ত সকল কর্মীকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে হেপাটাইটিস বি প্রতিরোধের কর্মসূচি আরও নিবিড়ভাবে চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
হেপাটাইটিস বি একটি ভাইরাল সংক্রমণ যা লিভারকে প্রভাবিত করে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ে শিশুদের শরীরে। চিকিৎসকদের ভাষায়, এটি খুব দ্রুত দীর্ঘস্থায়ী সংক্রমণে পরিণত হয়।
বিবৃতিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে আমি আপনাদের জানাতে চাই যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ হেপাটাইটিস বি প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।’
সাম্প্রতিক জাতীয় সমীক্ষায় দেখা গেছে পশ্চিমবঙ্গে এই রোগের সংক্রমণের ব্যাপকতার হার ০.০৭%। যা রাজ্যের প্রত্যাশিত মাত্রার চেয়েও ভাল। বিবৃতিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, হেপাটাইটিস বি প্রতিরোধে দৃঢ় পদক্ষেপের ফলেই এটা সম্ভব হয়েছে। আগামীদিনে বাংলাকে পুরোপুরি ভাবে হেপাটাইটিস বি মুক্ত করার সঙ্কল্পের কথাও বলেছেন তিনি।
প্রসঙ্গত, লিভারের এই ভয়াবহ রোগের প্রতিরোধে ২০২২ সাল থেকে রাজ্য সরকার প্রসূতি মা ও সদ্যোজাতদের মধ্যে বিশেষ টীকাকরণ কর্মসূচি গ্রহণ করেছে। তার ফলেই এই সাফল্য বলে দাবি রাজ্যের।
Be the first to comment