রামনবমীর সকাল থেকেই গেরুয়াময় রাজ্য, রামনাম তৃণমূলের মুখেও

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- উৎসাহ টের পাওয়া যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। রামনবমীর সকাল হতেই গেরুয়া হয়ে উঠল শহরের রাজ্যের শহর থেকে গ্রাম। সাত সকালেই গেরুয়া ধ্বজ হাতে ‘জয় শ্রী রাম’ স্লোগান তুলে পথে নামলেন রামভক্তরা। বেশ কিছু জায়গায় দেখা গেল কড়া পুলিশি পাহারা। নন্দীগ্রামে শুরু হল শুভেন্দু অধিকারী ঘোষিত রাম মন্দিরের শিলান্যাস অনুষ্ঠান। বাদ গেলেন না তৃণমূল নেতারাও। সব মিলিয়ে রামনবমীর সকালে উৎসবের মেজাজ রাজ্যজুড়ে।
রামনবমী উপলক্ষ্যে রাজ্যজুড়ে বেনজির নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ। বিশেষ করে কলকাতা ও হাওড়ায় রামনবমীর মিছিলে হামলার ঘটনা রুখতে পুলিশে ছয়লাপ করে দেওয়া হয়েছে গোটা রাস্তা। রবিবার সকালে হাওড়ার কাজিপাড়া মোড়ে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন পুলিশ কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী। সেখানে ড্রোনে চলছে নজরদারি।
রবিবার সকাল ৯টায় উত্তর কলকাতায় জেলা বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষের নেতৃত্বে বেরোয় মিছিল। জয় শ্রী রাম স্লোগান তোলেন রামভক্তরা। কিছুক্ষণের মধ্যেই নিউ টাউনে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে শুরু হয় মিছিল। ওদিকে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী ঘোষিত রাম মন্দিরের শিলান্যাস পর্ব চলছে পুরোদমে। সেখানে হাজির হন বিরোধী দলনেতা।
শুধু বিজেপি নয়, রামনবমী পালনে পথে নেমেছেন তৃণমূল নেতারাও। রবিবার সকালে ভক্তিভরে রাম পুজো করতে দেখা যায় শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে। গেরুয়া পোশাক পরে গেরুয়া ধ্বজ হাতে পথে নামেন সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরীকে।
রামনবমী উপলক্ষ্যে শুধুমাত্র কলকাতাতেই ৫৯টি মিছিল বেরোবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখতে নবান্নে হাজির রয়েছেন পদস্থ পুলিশ আধিকারিকরা। রয়েছেন গোয়েন্দাপ্রধান জাভেদ শামিম।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*