
রোজদিন ডেস্ক, কলকাতা:- আগামী কয়েক দিন রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বিশেষ করে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার রাত থেকেই আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। শীতের বিদায়ের সঙ্গেই বাংলায় শুরু হবে বৃষ্টির দাপট।মৌসম ভবন সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, যা বর্তমানে বায়ুমণ্ডলের নিম্ন ট্রপোস্ফিয়ারে উত্তর পূর্ব অসম বরাবর অবস্থান করছে। এর ফলস্বরূপ, বাংলাসহ উত্তর-পূর্ব ভারতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঘূর্ণাবর্তের পাশাপাশি, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও রাজ্য জুড়ে বৃষ্টি আনবে।
মৌসম ভবন সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, যা বর্তমানে বায়ুমণ্ডলের নিম্ন ট্রপোস্ফিয়ারে উত্তর পূর্ব অসম বরাবর অবস্থান করছে। এর ফলস্বরূপ, বাংলাসহ উত্তর-পূর্ব ভারতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঘূর্ণাবর্তের পাশাপাশি, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও রাজ্য জুড়ে বৃষ্টি আনবে।
আগামীকাল বুধবার থেকে রাজ্যজুড়ে বৃষ্টির প্রবণতা শুরু হবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলায় বৃষ্টি শুরু হবে। বৃহস্পতিবারে বৃষ্টি কিছুটা কম হলেও, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টি বাড়তে শুরু করবে এবং শনিবার-রবিবারও কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে।
কলকাতা ও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা মঙ্গলবার ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস থাকবে। গোটা সপ্তাহজুড়ে তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন হবে না। অন্যদিকে, শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
Be the first to comment