রোজদিন ডেস্ক:-
হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন। তার পরেই বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। অন্য বছরের মতো চলতি বছরেও কলকাতা এবং জেলার শ্রেষ্ঠ পুজোগুলিকে ‘বিশ্ব বাংলা শারদ সম্মান-২০২৪’ পুরস্কারে সম্মানিত করবে রাজ্য সরকার। আজ বুধবার রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতি বছরের মতো এবারেও কলকাতা ও সংলগ্ন এলাকায় অন্তত ১২টি বিভাগে সেরা পুজোগুলিকে ‘বিশ্ব বাংলা শারদ সম্মান দেওয়া হবে’। আর কলকাতা বাদে বাকি জেলাগুলিতে ছয়টি বিভাগে ওই পুরস্কার দেওয়া হবে। রাজ্যের পাশাপাশি ভিন রাজ্য ও বিদেশে দুর্গাপুজো কমিটিগুলিকেও পুরস্কৃত করা হবে।
বাংলায় রাজনৈতিক পালাবদলের পরে ক্ষমতায় এসে দুর্গা পুজোকে বিশ্বের দরবারে তুলে ধরতে একাধিক পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য এবং রাজ্যের গণ্ডি ছড়িয়ে ছিটিয়ে থাকা দেশ-বিদেশের পুজো কমিটিগুলিকে উৎসাহ জোগাতে ২০১৩ সালে চালু হয়েছিল ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’। পাশাপাশি রেড রোডে আয়োজন করা হচ্ছে বিশেষ শোভাযাত্রা বা পুজো কার্নিভ্যালের। ইতিমধ্যেই রাজ্যের দুর্গাপুজোকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। তথ্য ও সংস্কৃতি বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ‘বিশ্ববাংলা শারদ সম্মান’-এ কলকাতা পুর এলাকার পুজোগুলি তো বটেই, শহর সংলগ্ন দক্ষিণ দমদম পুরসভা, বিধাননগর পুরসভা এবং বরাহনগর পুরসভার অন্তর্ভুক্ত পুজো কমিটিগুলি শ্রেষ্ঠ খেতাব পাওয়ার লড়াইয়ে অংশ নিতে পারবে।
প্রতিযোগিতার জন্য আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। পুজো কমিটিগুলি অনলাইনে কিংবা অফলাইনে আবেদন জানাতে পারবে। কলকাতা এবং সংলগ্ন এলাকার আবেদনপত্র মিলবে কলকাতা তথ্যকেন্দ্রে। জেলার পুজো উদ্যোক্তারা আবেদনপত্র পাবেন জেলা অথবা মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিকের দফতর থেকে। বিদেশের পুজোগুলিও অনলাইনে আবেদন করে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার বিশিষ্টজনেরা সেরা পুজোগুলিকে বেছে নেবেন। শ্রেষ্ঠত্বের শিরোপা পাওয়া পুজোগুলির নাম মহাষষ্ঠীর দিন ঘোষণা করা হবে। কলকাতা এবং সংলগ্ন এলাকার সেরা ও আমন্ত্রিত পুজোগুলিকে নিয়ে রেড রোডে বিশেষ শোভাযাত্রা (কার্নিভ্যাল) হবে আগামী ১৫ অক্টোবর।
Be the first to comment