‘অঞ্চলে আঁচল থেকে উন্নয়নের নিশানা, তোমার ঠিকানা’, মহিলা ভোটব্যাংক ধরে রাখতে একাধিক কর্মসূচি তৃণমূল মহিলাদের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- পঞ্চায়েত থেকে লোকসভা, প্রতিটি নির্বাচনে মহিলা ভোটারদের অকুণ্ঠ সমর্থন তৃণমূল কংগ্রেসের সাফল্যের অন্যতম অস্ত্র। সেই মহিলা ভোটব্যাংকে আরও সুদৃঢ় করতে কোমর বাঁধে নামছে রাজ্যের ঘাসফুল শিবির। আগামী এক মাস ধরে একগুচ্ছ কর্মসূচি নিয়ে মাঠে নামছে তৃণমূলের মহিলা সংগঠন।
‘অঞ্চলে আঁচল’ থেকে শুরু করে ‘তোমার ঠিকানা, উন্নয়নের নিশানা’– মোট পাঁচটি ভিন্ন আঙ্গিকের কর্মসূচি ঘোষণা করা হয়েছে দলের তরফে। যার মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নারী ক্ষমতায়নের বার্তা রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে তৃণমূল। এই নিয়ে তৃণমূল ভবনে মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয় ৷ যেখানে এই কর্মসূচিগুলির রূপরেখা চূড়ান্ত করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের ৩৫টি সাংগঠনিক জেলার সভানেত্রী এবং রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেস কমিটির শীর্ষ নেত্রীরা।
বৈঠকের পর জানানো হয়েছে, প্রথম কর্মসূচি ‘অঞ্চলে আঁচল’ শুরু হচ্ছে আগামী ১ এপ্রিল থেকে, যা চলবে ১৫ মে পর্যন্ত। এই দেড় মাস ধরে রাজ্যের ৩৪৫টি ব্লক এবং ১২৭টি পুরসভা এলাকায় সভা অনুষ্ঠিত হবে। কলকাতা পুরনিগম এলাকায় ওয়ার্ডভিত্তিক একাধিক সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তর কলকাতায় ৮টি এবং দক্ষিণ কলকাতায় ১২টি সভা আয়োজিত হবে। এই সভাগুলিতে মহিলারা একসঙ্গে ‘আঁচল পেতে’ বসবেন এবং দলের মহিলা নেতৃত্ব তাঁদের সঙ্গে সরাসরি কথা বলে অভাব-অভিযোগ শুনবেন এবং সরকারের উন্নয়নমূলক কাজগুলি তুলে ধরবেন।
১৬ মে থেকে ৩০ জুন পর্যন্ত চলবে ‘তোমার ঠিকানা, উন্নয়নের নিশানা’ কর্মসূচি। এই কর্মসূচির মূল লক্ষ্য হল ‘দিদি মহিলাদের সাথে, মহিলাদের পাশে’ – এই বার্তা সম্বলিত প্রচারপত্র প্রতিটি বুথের অন্তত ২৫০টি বাড়িতে পৌঁছে দেওয়া। মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এই লিফলেট বিতরণ করবেন এবং মহিলাদের সঙ্গে মতবিনিময় করবেন।
বর্ষবরণের আবহেও রাজনৈতিক উত্তাপ বজায় রাখতে পয়লা বৈশাখে ‘এসো হে বৈশাখ’ কর্মসূচি পালন করবে তৃণমূল। একই দিনে মহিলা কংগ্রেসের উদ্যোগে ‘শঙ্খযাত্রা’ নামে একটি মিছিল অনুষ্ঠিত হবে। গিরিশ পার্ক থেকে শুরু হয়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত এই মিছিলে রাজ্যের বিভিন্ন প্রান্তের মহিলারা বাংলার সংস্কৃতি তুলে ধরবেন এবং শঙ্খধ্বনির মাধ্যমে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করবেন।
এছাড়াও, আগামী ১ জুলাই, চিকিৎসক দিবসে ‘রক্তবন্ধন’ নামে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। রাজ্যজুড়ে এই কর্মসূচির মাধ্যমে অন্তত ২ হাজার ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে মহিলা তৃণমূল কংগ্রেস।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নারী ক্ষমতায়নের দর্শন এবং তাঁর সরকারের জনমুখী প্রকল্পগুলির সাফল্যের কথা আজ অক্সফোর্ডের কেলগ কলেজের মঞ্চেও বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন। এবার সেই অভিজ্ঞতার কথা রাজ্যের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়াই এখন তৃণমূলের মহিলা সংগঠনের প্রধান লক্ষ্য। এই কর্মসূচি সেই উদ্দেশ্যেরই প্রতিফলন বলে মনে করছেন রাজনৈতিক মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*