
রোজদিন ডেস্ক, কলকাতা:- এসএসসি চাকরিহারারা যারা তিনজন শিক্ষক মঞ্চে অনশন পালন করছিলেন তারা এদিন মঙ্গলবার ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর সাথে দেখা করতে তাঁর বাড়িতে যান। তাঁদের যাবতীয় দাবি-দাওয়া সৌরভের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দিতেই মঙ্গলবার সন্ধে ৬টা নাগাদ প্রাক্তন ভারতীয় অধিনায়কের বাড়িতে যান। যদিও সৌরভ বাড়িতে না থাকায় তাঁর সঙ্গে দেখা হয়নি মঞ্চের শিক্ষকদের সাথে। এ ব্যাপারে সৌরভের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।
পুলিশের একটি সূত্রের দাবি, কী কারণে সৌরভের বাড়ির সামনে তাঁরা এসেছিলেন, মঞ্চের সদস্যদের কাছ থেকে সেই সম্পর্কে বিস্তারিত জানার জন্যই থানায় নিয়ে যাওয়া হয়েছে তাদের।ওই তিনজন শিক্ষক এদিন দেখা করার জন্য বেহালায় সৌরভের বাড়ির সামনে গিয়েছিলেন। পুলিশের তরফে তাঁদের পরিবারের সদস্যদের থানায় ডাকা হয়েছে। মঞ্চের এক সদস্য বলেন, “পুলিশ বলেছে, আটক বা গ্রেফতার করা হচ্ছে না, পরিবারের কেউ এলেই ছেড়ে দেওয়া হবে।” পুলিশের তরফে অফিসিয়ালি কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।
Be the first to comment