
রোজদিন ডেস্ক, কলকাতা:- দক্ষিণবঙ্গের নয়টি জেলা এবং উত্তরবঙ্গের তিনটি জেলায় ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে যে আগামী সপ্তাহে আবার তাপমাত্রা বাড়বে। পূর্ব বাংলাদেশ এবং আসামে জোড়া ঘূর্ণিঝড় আঘাত হেনেছে।
দক্ষিণবঙ্গে আজ তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। আগামীকাল থেকে তাপমাত্রা কমতে পারে। সপ্তাহের শেষে অথবা সপ্তাহান্তে পারদ আরও নিচে নেমে যাবে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। শীতের আমেজ ধীরে ধীরে ফিরে আসবে। তবে আগামী সপ্তাহ থেকে শীতের বিদায়ী মৌসুম শুরু হচ্ছে। ভোরে কুয়াশা। আংশিক মেঘলা থাকবে। বৃহস্পতিবার ঘন কুয়াশার সম্ভাবনা বাড়বে। কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। পশ্চিম বর্ধমান এবং নদীয়ায় বিক্ষিপ্ত কুয়াশা ছিল। বাকি জেলাগুলিতে সকালে হালকা কুয়াশা থাকতে পারে। আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে। কুয়াশার সম্ভাবনাও কমে যাবে। এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আজও উত্তরবঙ্গের তিনটি জেলায় কুয়াশা থাকবে। জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশা থাকবে। দৃশ্যমানতা ৫০ মিটারে কমে যাবে। জেলার বাকি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। বেশিরভাগ জেলায় পারদ স্বাভাবিকের কাছাকাছি। আগামীকাল থেকে তাপমাত্রা কমবে। আবহাওয়াবিদরা পূর্বাভাস দিচ্ছেন যে দুই-তিন দিনের মধ্যে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।
Be the first to comment