
রোজদিন ডেস্ক, কলকাতা:- পূর্বেই তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা করছিলো আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির ছিঁটেফোটাও ছিল না। তবে এবার আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শিলাবৃষ্টি, নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় পর্যন্ত হতে পারে। অতিরিক্ত গরমের ফলে বঙ্গোপসাগরের ফের একটি বা দুটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আর এরফলে গোটা এপ্রিল জুড়েই এমন চরম আবহাওয়ার পরিস্থিতি দেখা দিতে পারে। শিলাবৃষ্টি, নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের পাশপাশি ঘন ঘন হতে পারে কালবৈশাখীও। সপ্তাহজুড়ে চলতে পারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও হতে পারে। এপ্রিলে একাধিক দিন বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিও হতে পারে।
রাজ্যেও গরমের তীব্রতা চরমে পৌঁছেছে। তবে এই আসন্ন ঘূর্ণাবর্তের ফলে আমাদের রাজ্যে কতটা বৃষ্টি বা নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে, সে বিষয়ে এখনি স্পষ্ট করে কিছু জানায়নি মৌসম ভবন। তাদের মতে দেশ জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ এপ্রিল মাসে স্বাভাবিক থাকবে বলেই মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে পশ্চিমি জেলা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানের একটি বা দুটি অংশে এই মাসে একাধিক দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। উত্তরের জেলাগুলিতে বৃষ্টি বেশী হবে। তবে কলকাতায় খুব বেশী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই মনে করছে রাজ্যের আবহাওয়া দফতর।
Be the first to comment