
রোজদিন ডেস্ক : ‘সরকার আপনাদের স্বার্থেই কাজ করছে’, চাকরিহারাদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, ‘আপনারা (চাকরিহারা) আপনাদের কাজ করুন। এসএসসি চাকরিহারাদের জন্য লড়ছে। বিষয়টি এখনও সুপ্রিমকোর্টের বিচারাধীন। আমরা দ্রুত রিভিও পিটিশনে যাচ্ছি।’ ব্রাত্যর কথায়, ‘১৭ হাজার ২০৬ জন যোগ্য, পর্যদ হলফনামা দিয়ে জানিয়েছে। সেই অনুযায়ী আমরা কাজ করছি।’
কথা ছিল, সোমবার ‘যোগ্য-অযোগ্য’র তালিকা প্রকাশ করবে এসএসসি। কিন্তু কোনও তালিকাই প্রকাশিত হয়নি। কেন এমন হল, এই প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী জানান, ‘আইনি পরামর্শ না মেলায় তালিকা প্রকাশিত হয়নি। সুপ্রিম কোর্ট আমাদের তালিকা প্রকাশ করতে বলেনি। আমরা আইনি পরামর্শ নিয়েই প্রত্যেক ধাপ এগোব।’ চাকরিহারাদের উদ্দেশ্যে তাঁর বার্তা, ‘রিভিউ পিটিশন দুর্বল হয়, এমন কোনও আচরণ করবেন না।’ সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রীর সংযোজন, ‘আপনারা আপনাদের কাজ করুন, আমাদের কাজ আমাদের করতে দিন। বেতন নিশ্চিত করবে শিক্ষা দফতর।’
সোমবার ‘যোগ্য-অযোগ্য’র তালিকা প্রকাশ করবে এসএসসি, এই কথা ছিল। কিন্তু কোনও তালিকাই প্রকাশিত হয়নি। কথা দিয়ে কথা না রাখায় এসএসসি আর মধ্যশিক্ষা পর্ষদ ভবনের সামনে রাতভর ধর্না চালিয়ে গিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। সোমবার রাতে আচার্য সদনের সামনে থেকে তাঁরা দাবি তোলেন, যোগ্য-অযোগ্য ফারাক করতেই হবে। নইলে তাঁদের অবস্থান চলবেই। মঙ্গলবারও চলছে প্রতিবাদ।
Be the first to comment