বিশ্বজুড়ে করোনা মহামারী। গোটা ভারতবর্ষেই চলছে লকডাউন। বাড়িতে বসে সময় কাটছেনা..! কিন্তু বাড়িতেই থাকতে হবে। আচ্ছা যদি নতুন কিছু হয়..?? এই ধরুন কোনো কনসার্ট..!
বাড়িতে বসে কনসার্ট..?? তাও আবার এই সময়..? হ্যাঁ একদমই ঠিক পড়েছেন। covid 19 নিয়ে যখন গোটা বিশ্ব বিপর্যস্ত সেই সময় গান এর মধ্যে দিয়ে আবার জীবনের ছন্দে ফেরা পথ দেখাচ্ছেন থার্ড আই এন্টারটেইনমেন্ট ও মিডিয়া। লকডাউন কনসার্টে গানের মাধ্যমে এই এই কঠিন লড়াই জেতা, গান দিয়ে কিছু বার্তা পৌঁছে দিচ্ছেন বলিউড ও টলিউড সঙ্গীত শিল্পীরা।
গত ৩রা এপ্রিল থাকে শুরু হয়েছে এই কনসার্ট।
থার্ড আই এন্টারটেইনমেন্ট ও মিডিয়ার কর্ণধার ঐশিক পাল জানান তার এই উদ্যোগে সঙ্গীত মহলের অনেকেই এগিয়ে এসেছেন, সুমেলি চক্রবর্তী , কিঞ্জল চ্যাটার্জী , চন্দ্রিমা ভট্টাচার্য, কেকা ঘোষাল, সৌরভ মনি, প্রমুখ শিল্পীরা আরো অনেক সঙ্গীত শিল্পীরা আছেন। প্রতিদিনই সন্ধেবেলা ফেসবুক লাইভ এ এই কনসার্ট দেখা যাবে। শুধু এখানেই শেষ নয়, প্রতিদিনই লাইভে থাকনেন জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা। সিধু, শিলাজিৎ, ভূমি ব্যান্ডের হেভিওয়েট শিল্পীরাও থাকছেন লাইভে। মুম্বাইয়ে খ্যাতনামা শিল্পীরাও সাড়া দিয়েছেন এই ডাকে। এই অভিনব উদ্যোগেকে সাধুবাদ দিচ্ছেন অনেকেই।
Be the first to comment