কমনওয়েলথ গেমসের তৃতীয় দিনে ভারতের তৃতীয় সোনা এনে দিলেন ভারতের পুরুষ ভারোত্তলক সতীশ শিবলিঙ্গম। মীরাবাঈ চানু, সঞ্জিতা চানুর পর পুরুষদের ৭৭ কেজি বিভাগে সোনা জিতলেন ২৫ বছর বয়সী সতীশ। জাতীয় গেমস চলাকালীন থাই মাসেলে যে চোট পেয়েছিলেন সতীশ শনিবার গেমসে সেই চোট খানিকটা হলেও ভুগিয়েছে তাঁকে। স্ন্যাচে ১১৪ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১৭৩ কেজি ভার তোলেন সতীশ। স্ন্যাচ এবং জার্ক মিলিয়ে মোট ৩১৭ কেজি তুলে সোনা জিতে নেন তিনি। সতীশের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলে ইংল্যান্ডের জ্যাক অলিভার এবং অস্ট্রেলিয়ার ফ্র্যাঙ্কোইস ইতোন্দির। জ্যাক এবং ফ্র্যাঙ্কোইস দু’জনেই স্ন্যাচে সতীশের থেকে বেশি ভার তোলেন। কিন্তু ক্লিন অ্যান্ড জার্কে বাজি মেতে সোনা ছিনিয়ে নেন তামিলনাডুর ভারোত্তলক সতীশ শিবলিঙ্গম।
উল্লেখ্য, ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসে মোট ৩২৮ কেজি ভার তুলে সোনা জিতেছিলেন এই সতীশ শিবলিঙ্গম।
ফাইল ছবি
Be the first to comment