করোনার তৃতীয় ঢেউ ভারতে ভয়াবহ আকার নিতে পারে, আক্রান্ত হতে পারে দৈনিক ৫ লক্ষ মানুষ

Spread the love

করোনার তৃতীয় ঢেউ ভারতে ভয়াবহ আকার নিতে পারে সেপ্টেম্বর-অক্টোবরে মাসে। দৈনিক সংক্রমণের হার পৌঁছে যেতে পারে ৫ লক্ষে। এমনই আশঙ্কার কথা জানাল আইআইটি কানপুর। তৃতীয় তরঙ্গ সংক্রান্ত তিন ধরনের আশঙ্কার কথা জানানো হয়েছে সেই গবেষণায়।

সম্প্রতি করোনার তৃতীয় তরঙ্গের সময়কাল নিয়ে গবেষণা চালানো হয়েছে কানপুর আইআইটি-র গবেষকদের তরফে। ‘সাসেপটিবল-ইনফেকটেড-রিকভার্ড’ বা ‘এসআইআর’ মডেলে গবেষণাটি চালানো হয়েছে কয়েকটি বিষয় মাথায় রেখে। এক, টিকাকরণের ভূমিকাকে বাদ রাখা হয়েছে পরিসংখ্যান থেকে।

দুই, ধরে নেওয়া হয়েছে, দেশের সমস্ত মানুষের সংক্রমিত হওয়ার মাত্রা একই রকম। তিন, ১৫ জুলাইয়ের মধ্যে গোটা দেশের সর্বত্র লকডাউন উঠে যাবে। এই তিনটি বিষয়কে ধ্রুবক ধরে তিন ধরনের আশঙ্কার কথা জানিয়েছেন গবেষক‌েরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*