
রোজদিন ডেস্ক, কলকাতা:-শুধু ভুয়ো ভোটার নয়, কারচুপিরও তীর্থস্থান হয়ে গিয়েছে এই বাংলা। ভুয়ো ভোটারের ভাণ্ডার তৈরি হয়েছে রাজ্যে। বাংলায় ৩৫ থেকে ৪০ লক্ষ ভুয়ো ভোটার রয়েছে।’’ বহরমপুরে সাংবাদিক বৈঠক করে শুক্রবার এমনই দাবি করলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী।
দিল্লি-মহারাষ্ট্রে ভুয়ো ভোটারের সাহায্যে বিজেপি নির্বাচন জিতেছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বৃহস্পতিবার এমনই অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে ভোটার তালিকা সংযোজন-বিয়োজনের তথ্য সংগ্রহে জনপ্রতিনিধিদেরও নির্দেশ দিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তার একদিন পর বহরমপুর থেকে ভুয়ো ভোটার নিয়ে মমতার বিরুদ্ধেই তোপ দাগলেন অধীর। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ‘‘আমার কাছে খবর রয়েছে রাজ্যে ৩৫ থেকে ৪০ লক্ষ ভুয়ো ভোটার রয়েছে ।’’ অধীরের দাবি, রাজ্যে ভুয়ো ভোটারের তালিকা তৈরির কারিগর আইপ্যাক।
এদিন তিনি আরও বলেন, ‘‘ভোটার তালিকা তৈরি করেন রাজ্য সরকারি কর্মচারীরা। কেন্দ্র সরকার বা নির্বাচন কমিশন কোথাও কারচুপি করলে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা উচিত। প্রতিবাদ করা উচিত। আমরা মহারাষ্ট্রে প্রতিবাদ করেছিলাম। আসলে বাংলা কারচুপির তীর্থস্থান হয়ে গিয়েছে। ভোটার তালিকায় কারচুপি, পাসপোর্টে কারচুপি, চাকরির সার্টিফিকেটে কারচুপি, প্রশ্ন-উত্তরপত্রে কারচুপি চলছে। আমরা চাই ভুয়ো ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হোক। আসল ভোটারদের ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হোক। এখানে ব্যালট বাক্সেও কারচুপি হয়। পঞ্চায়েত নির্বাচনে বহু ভুয়ো ব্যালট বাক্স ঢোকানো হয়েছিল। আসলে এটা তৃণমূল আর রাজ্য সরকারের আঁতাত।’’
Be the first to comment