আইনজ্ঞদের পরামর্শ মেনেই এই সিদ্ধান্ত, রিভিউ পিটিশনে যাচ্ছি আমরা জানালেন শিক্ষামন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- সোমবার মধ্যরাতে এসএসসির তরফ থেকে বিবৃতি আসার পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন, আইনজ্ঞদের পরামর্শ মেনেই এই সিদ্ধান্ত। আপাতত কোনও তালিকা প্রকাশ করা যাবে না। তালিকা প্রকাশ করলে জটিলতা আরও বাড়বে। কাউন্সিলিংয়ের তালিকা প্রকাশ নিয়ে কিছুই জানায়নি কমিশন। সবটাই গুজব। যোগ্য’দের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা, “বাড়ি চলে যান। রাত জাগবেন না। ৩১ ডিসেম্বর অবধি মাইনে পাবেন।”
একটি সংবাদমাধ্যমকে টেলিফোনে শিক্ষামন্ত্রী বলেন, “সুপ্রিমকোর্টের অর্ডারেও কোথাও লেখা নেই যোগ্য ও অযোগ্যদের তালিকা দিতে হবে। সরকারের তরফে রিভিউ পিটিশনে যাচ্ছি আমরা। তাছাড়া যোগ্যরা ৩১ ডিসেম্বর পর্যন্ত বেতন পাবেন। তাই আন্দোলনকারীদের বলব, অপেক্ষা করুন। আইনি পথেই সমস্যার সমাধান হবে। আজ বাড়ি চলে যান। রাত জাগবেন না”
চাকরিপ্রার্থীরা প্রশ্ন তুলেছেন, “রাজ্য দুর্নীতি করেছে, তার দায় আমরা কেন নেব?” এ ব্যাপারে শিক্ষামন্ত্রী বলেন, “প্যানেল তো আমরা বাতিল করিনি। করেছে সুপ্রিমকোর্ট। ফলে রিভিউ পিটিশন পর্যন্ত সকলকে অপেক্ষা করতে বলব।” শিক্ষামন্ত্রী এদিন আরও জানান, যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশের বিষযে আইনি পরামর্শ নেওয়া হয়েছিল। সেখান থেকে অনুমতি না মেলায় ওই তালিকা আপাতত প্রকাশ করা হবে না। বরং দ্রুত রিভিউ পিটিশনের পথে হাঁটবে রাজ্য।

বিস্তারিত আসছে…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*