![Screenshot_20250129_125239~2](http://www.rojdin.in/wp-content/uploads/2025/01/Screenshot_20250129_1252392-678x381.jpg)
রোজদিন ডেস্ক, কলকাতা:- মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গভীরশোক প্রকাশ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। পাশাপাশি সাধারণ ভক্তদের পরিবর্তে ভিআইপি চলাচলের প্রতি প্রশাসনের বিশেষ নজর এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ী বলে যোগী সরকারকে একহাত নিলেন রাহুল।
प्रयागराज महाकुंभ में भगदड़ के कारण कई लोगों के मौत और कईयों के घायल होने की ख़बर अत्यंत दुखद है।
शोकाकुल परिवारों के प्रति अपनी गहरी संवेदनाएं व्यक्त करता हूं और घायलों के शीघ्र स्वस्थ होने की आशा करता हूं।
इस दुखद घटना के लिए कुप्रबंधन, बदइंतजामी और आम श्रद्धालुओं की जगह VIP…
— Rahul Gandhi (@RahulGandhi) January 29, 2025
এদিন রাহুল তাঁর এক্স হ্যান্ডেল পোস্টে লেখেন,”প্রয়াগরাজ মহাকুম্ভে পদদলিত হয়ে বহু মানুষের মৃত্যু এবং বহু লোকের আহত হওয়ার খবর খুবই দুঃখজনক। আমি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। অব্যবস্থাপনা এবং সাধারণ ভক্তদের পরিবর্তে ভিআইপি চলাচলের প্রতি প্রশাসনের বিশেষ নজর এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ী। মহাকুম্ভের এখনও অনেক সময় বাকি, আরও অনেক মহাস্নান হতে চলেছে। আজকের মতো মর্মান্তিক ঘটনা যাতে আর না ঘটে সেজন্য সরকারের উচিত ব্যবস্থার উন্নতি করা। ভিআইপি সংস্কৃতি বন্ধ করা উচিত এবং সাধারণ ভক্তদের চাহিদা মেটাতে সরকারকে আরও ভালো ব্যবস্থা করা উচিত। আমি কংগ্রেস কর্মী ও নেতাদের অনুরোধ করছি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্য করার জন্য।”
प्रयागराज की संगम स्थली पर, महाकुम्भ में हुई भगदड़ में, जिन भी श्रद्धालुओं ने अपनी जान गवाई है व घायल हुये है। यह घटना अति-दुःखद व चिन्तनीय। ऐसे समय में कुदरत पीडि़तों कोे इस दुःख को सहन करने की शक्ति दे, पार्टी की यही कामना।
— Mayawati (@Mayawati) January 29, 2025
অন্যদিকে এই মর্মান্তিক দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন বিএসপি প্রধান মায়াবতীও। তিনি এদিন তাঁর এক্স হ্যান্ডেল পোষ্টে লেখেন, “এই ঘটনা খুবই দুঃখজনক ও চিন্তার। এমন সময়ে প্রকৃতি যেন ক্ষতিগ্রস্তদের এই দুঃখ সইবার শক্তি দেয়, এটাই দলের কামনা।”
উল্লেখ্য, মহাকুম্ভের সঙ্গমে পদপিষ্ট হওয়ার ঘটনায় হতাহতের আশঙ্কা অনেক। বুধবার ভোর থেকেই পুণ্যস্নানে ভিড় জমিয়েছেন কোটি কোটি পুণ্যার্থী। মৌনী অমাবস্যায় তিল ধারণের জায়গা নেই সঙ্গম চত্বরে। প্রবল জনজোয়ারের চাপে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়। ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে যোগীকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।খোঁজ নেন পরিস্থিতির। চলছে উদ্ধারকাজ।
Be the first to comment