রাজস্থানের থর মরুভূমিতে সপ্তশক্তি কামান নিয়ে সীমান্তে যুদ্ধ প্রস্তুতিতে ভারতীয় সেনা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- প্রধানমন্ত্রীর বার্তার পরই যেন পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতিতে কোমর বেঁধে নামল ভারতীয় সেনা। রাজস্থানের থর মরুভূমিতে পাক সীমান্তের কাছে ব্যাপক যুদ্ধ প্রস্তুতি শুরু করেছে ভারত। বিশাল সেনা সমাবেশ, অত্যাধুনিক কামান এবং রণকৌশলের মহড়া দেখে অনেকেই বলছেন- এবার কি পাকিস্তানের বিরুদ্ধে ফের সার্জিক্যাল স্ট্রাইক ?
সপ্তশক্তি কামান’ সামনে এনে যুদ্ধ প্রস্তুতি, সেনার নজর সীমান্তে: ভারতীয় সেনা ইতিমধ্যেই জয়পুরে তোলা হয়েছে ‘সপ্তশক্তি কামান’। রাজস্থানের মরুভূমিতে এই কামান বসিয়ে সীমান্তের খুব কাছেই চলছে যুদ্ধ-কৌশলের মহড়া। সেনার একাংশের মতে, এটি কেবল প্রশিক্ষণ নয়- এই প্রস্তুতির মধ্যেই লুকিয়ে রয়েছে কৌশলগত বার্তা।
থর মরুভূমিতে কেন যুদ্ধ মহড়া? রাজস্থানের থর মরুভূমি সীমান্ত লাগোয়া এলাকা হওয়ায় সেনা কৌশলগতভাবে এখানেই বারবার মহড়া করে। এই অঞ্চলে যুদ্ধ প্রস্তুতি মানেই পাক সীমান্তে সরাসরি নজরদারি এবং প্রয়োজন হলে তাৎক্ষণিক জবাবদেওয়া।
গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, সম্প্রতি পাক সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা ও অস্ত্র পাচারের তথ্য সামনে এসেছে। সেই কারণেই এই প্রস্তুতি আর মাত্র কৌশলগত নয়- এটা সতর্কতা এবং প্রয়োজনে আগ্রাসী পদক্ষেপের প্রস্তুতি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*