
রোজদিন ডেস্ক, কলকাতা:- শিল্প, স্বাস্থ্যের পর এবার বিদ্যুতেও দেশের সেরা বাংলা। দেশের সেরা দুটি তাপবিদ্যুৎ কেন্দ্র পুরুলিয়ার সাঁওতালডিহি ও বক্রেশ্বর যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে। ঘোষণা করল ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রকের কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ। সুখবর দিয়ে রাজ্যের বিদ্যুৎ বিভাগের কর্মীদের শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
We are the Best, yet again!!
The Central Electricity Authority (CEA), Ministry of Power, Govt. of India, has just announced the annual ranking of all the 201 thermal power plants in the country, based on operational efficiency (PLF – Plant Load Factor) parameters.
For 2024-25,…
— Mamata Banerjee (@MamataOfficial) April 4, 2025
কেন্দ্রের বিচারে আবারও বাংলার জয়জয়কার। এবার তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনে। শুক্রবার এক্স হ্যান্ডেলে সেই খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের শক্তি মন্ত্রক দেশের ২০১ টি তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ও কর্মদক্ষতার নিরিখে একটি তালিকা তৈরি করেছে। তাতে কর্মক্ষমতার দিক থেকে ২০২৪-২৫ সালের সিইএ-র বিচারে প্রথম হয়েছে পুরুলিয়ার সাঁওতালডিহি। পরিসংখ্যান অনুযায়ী, এখানে প্ল্যান্ট লোড ফ্যাক্টর ৯৪.৩৮ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা বক্রেশ্বরের পিএলএফ ৯৩.৩ শতাংশ। ৯০.৮৬ শতাংশ উৎপাদন ক্ষমতা নিয়ে দেশের মধ্যে চতুর্থ স্থানে সাগরদিঘি এবং নবম স্থানে রয়েছে ব্যান্ডের তাপবিদ্যুৎ কেন্দ্র।
এছাড়াও পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ নিগম (WBPDCL)-ও শীর্ষে রয়েছে কেন্দ্রের বিচারে। সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি জানিয়েছে, সংস্থা হিসেবে গড়ে ৮৮.৯ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করে প্রথম পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ নিগম। পিছনে ফেলে দিয়েছে এনটিপিসি, ডিভিসি, আদানি, রিলায়েন্সের মতো বাঘা বাঘা বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থাকেও। এর সম্পূর্ণ কৃতিত্ব মুখ্যমন্ত্রী দিয়েছেন সর্বস্তরের বিদ্যুৎকর্মীদের। ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সামান্য বিদ্যুৎকর্মীর নিরলস প্রচেষ্টায় এই সাফল্য এসেছে বলে এক্স হ্যান্ডল পোষ্টে লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Be the first to comment