
রোজদিন ডেস্ক, কলকাতা:– কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে ‘লালের গড়ে’ মহা ধুমধাম করে রামনবমী উদযাপন। রামের মূর্তি বসিয়ে ক্যাম্পাসের ভিতরেই পুজোর আয়োজন। উঠল ‘জয় শ্রীরাম’ ও ‘ভারত মাতা কি জয়’ স্লোগান। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের কাছে প্রযুক্তি বিভাগের বাইরে শান্তিপূর্ণভাবে হল রামনবমীর পুজো।
শনিবার রাতেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসা হয়েছিল রামের মূর্তি। এই রামনবমীর পুজো আয়োজনের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডানপন্থী পড়ুয়ারা। সমস্ত আয়োজন আগে থেকেই সেরে রেখেছিলেন তাঁরা। রবিবার সকালে পুরোহিত দিয়ে পড়ুয়াদের উপস্থিতিতে প্রযুক্তি ভবনের বাইরে পুজো করা হয়।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডানপন্থী ছাত্র সংগঠনের এক সদস্য বলেন, “গত বছরেও কর্তৃপক্ষ আমাদেরকে অনুমতি দিয়েছিল পুজো করার। কিন্তু, বিরোধী কিছু সংগঠনের চাপে পুজোর আগের রাতে সেই অনুমতি প্রত্যাহার করা হয়। এই বছর আমরা অনুমতি চাওয়ার সময় আমাদেরকে বলা হয়েছিল স্থায়ী উপাচার্য না-থাকায় অনুমতি দেওয়া যাবে না।” যদিও, কর্তৃপক্ষের সেই যুক্তিকে গ্রাহ্য করেননি ডানপন্থী ছাত্র সংগঠন।
উল্লেখ্য, গতবছর রামনবমী উদযাপন ঘিরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিতর্ক তৈরি হয়েছিল। রামনবমীর পুজো করার অনুমতি চেয়ে কর্তৃপক্ষের দারস্থ হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের ডানপন্থী সংগঠনের সদস্যরা। সেই সময়েও বিশ্ববিদ্যালয়ে কোনও স্থায়ী উপাচার্য ছিলেন না। তবে, রেজিস্ট্রার ও সহ-উপাচার্য রামনবমী পালনের অনুমতি দিয়েছিলেন। কিন্তু, সেই অনুমতি দেওয়ার বেশ কয়েক ঘণ্টা পরে, তা প্রত্যাহার করে নেয় কর্তৃপক্ষ। ফলে গত বছর রামনবমী উদযাপিত হয়নি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। আগে থেকেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছিলেন ছাত্ররা। কিন্তু, সমস্ত আয়োজন হয়ে যাওয়ায়, কর্তৃপক্ষের বারণ থাকলেও নিজেদের তরফে ইন্টিমেশন জমা দিয়ে পুজো করলেন তাঁরা। যা শান্তিপূর্ণভাবে মিটেছে এ দিন।
Be the first to comment