
রোজদিন ডেস্ক, কলকাতা:- বিয়ে করছেন দিলীপ ঘোষ।শুক্রবার বিজেপি-র দক্ষিণ কলকাতার মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে চারহাত হতে চলেছে।
৬১ বছর বয়সে বিয়ে করছেন দিলীপ। পাত্রীর বয়স ৫১ বছর। তিনি বিবাহবিচ্ছিন্না, এক পুত্র রয়েছে।
অবশেষে শুক্রবার সারাজীবনের মতো চিরকুমার পদ ঘুচিয়ে চারহাত এক করে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই বিজেপি নেতা। অত্যন্ত ঘরোয়া ভাবেই নাকি এই অনুষ্ঠান সম্পন্ন হবে। অবশ্য বিয়ে নিয়ে কোনও রাখঢাক রাখেননি তিনি। কেন বিয়ে করছেন প্রশ্ন করাতে বুক চিতিয়ে বলেছেন,” কেন আমি কি বিয়ে করতে পারি না নাকি? বিয়ে করা
কি অপরাধ নাকি?”
এদিকে ছেলের অনুমতি নিয়েই বিয়েতে এগোচ্ছেন রিঙ্কু। অন্য দিকে মায়ের ইচ্ছেকে সম্মান জানিয়ে দিলীপ বিয়েতে রাজি হয়েছেন বলে খবর। শুক্রবার দিলীপের নিউটাউনের বাড়িতে আইনি মতে বিয়ে সারবেন দিলীপ ও রিঙ্কু। পরে সনাতনী রীতি মেনেও বিয়ে হবে বলে খবর মিলেছে। রাজনীতিতে এতদিন জমিয়েই ব্যাটিং করেছেন দিলীপ। এবার পালা সংসার ধর্ম পালন করার। তাঁর বিয়ের খবরেও রাজ্য রাজনীতিতে পরে গিয়েছে বেজায় সোরগোল।
Be the first to comment