এবার বদল করা হল মুর্শিদাবাদ ও জঙ্গিপুরের পুলিশ সুপারদের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- সম্প্রতি সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরের কিছু এলাকা। তিন জনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। ঘরছাড়া হয়েছিলেন বহু মানুষ। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল বিস্তর। এখন অবশ্য সেখানকার পরিস্থিতি পুরোটাই নিয়ন্ত্রণে। এই আবহে এবার মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপারকে বদলি করা হলো। শুক্রবার এই মর্মে নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

যদিও প্রশাসনের দাবি, এটি একেবারেই রুটিন বদলি। এদিন সন্ধ্যায় নবান্ন থেকে জারি করা হয়, মুশিদাবাদ পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব ও জঙ্গিপুর পুলিশ সুপার আনন্দ রায়-সহ বেশ কিছু আইপিএসকে বদল করা হয়। রয়েছে রানাঘাট পুলিশ সুপারও। মুর্শিদাবাদ পুলিশ সুপার সুপার সূর্যপ্রতাপ যাদবকে কোচবিহার নারায়ণী ব্যাটালিয়ন সিও, হিসাবে দায়িত্ব নিতে বলা হয়েছে। নারায়ণী বটালিয়নের সিও অংশুমান সহকার ব্যারকপুরের সিও, এসএসএফ হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। জঙ্গিপুরের সুপার আনন্দ রায়কে সালুয়ার তৃতীয় ব্যাটালিয়ন সিও, ইআরএফ হিসাবে বদলি করা হয়েছে। মুর্শিদাবাদ পুলিশ জেলা সুপার হিসাবে আনা হয়েছে রানাঘাট পুলিশ সুপারকে সুপার কুমার সন্নিরাজকে। জঙ্গিপুর পুলিশ সুপার হচ্ছেন ডিসি(দক্ষিণ) টিপি অমিতকুমার সাউ। রানাঘাট পুলিশ সুপার সুপার হচ্ছেন আশিস মৌর্য। তিনি এসএস, আইবি হিসাবে নিযুক্ত ছিলেন।
জঙ্গিপুর এবং মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছিল বিরোধীরা। আদালতের নির্দেশে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। রাজ্য পুলিশের তরফেও স্পষ্ট জানানো হয়েছিল, যে বা যারা এই অশান্তির নেপথ্যে রয়েছে, প্রয়োজনে তাদের পাতাল থেকেও খুঁজে এনে আইনের মুখোমুখি করা হবে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বদলির সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*