
রোজদিন ডেস্ক, কলকাতা:- আজ রবিবার বামেদের ব্রিগেড সমাবেশ থেকে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম মঞ্চে উঠেই বলেন,’খেটে খাওয়া মানুষকে এখন খুঁটে খেতে বাধ্য করছে’।
ব্রিগেডের বামেদের মহাসমাবেশ থেকে মঞ্চে উঠে সেলিম শুরুতেই বলেন, “যাঁরা দূরবীন দিয়ে লাল ঝান্ডা দেখতে পাচ্ছিল না, আজকের এই ব্রিগেড তাদের বুকে কাঁপন ধরাবে। কাজের জায়গার বৃত্ত ছোট হয়ে যাচ্ছে। কেন্দ্র, রাজ্যে কোথাও নতুন করে নিয়োগ হচ্ছে না। যেখানেই নিয়োগ হচ্ছে, সেখানেই পাহাড়প্রমাণ দুর্নীতি। ২৬ হাজার মানুষের চাকরি গিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর নাকে ঝামা ঘষে দিয়েছে সুপ্রিম কোর্ট।”
সিপিএম রাজ্য সম্পাদক আরো বলেন, “আমাদের প্রতি প্রকৃতিও সহায়। তপ্ত রোদ ওঠেনি। উঠলেও এই ভিড় বুঝিয়ে দিচ্ছে লাল ঝান্ডার প্রতি জনতার আবেগ। লাল ঝান্ডা শুধু একটা কাপড়ের টুকরো না। এই পতাকা চিটফান্ডের টাকা দিয়ে কেনা হয়নি। এরপরই রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বলতে শুরু করেন তিনি।
ব্রিগেডের ভরা জনসভা থেকে উপস্থিত বাম প্রতিনিধিদের পরামর্শ দিয়ে তিনি বলেন, “সাম্প্রদায়িক হিংসা যে ছড়াবে, পুলিশকে তার বিরুদ্ধে মামলা করতে হবে। না হলে আমরা রাজ্যের সব থানায় এফআইআর করব।”
সেলিম আরও বলেন, “আমি মুর্শিদাবাদের সামশেরগঞ্জে গিয়েছিলাম, সুতিতে গিয়েছিলাম। কোথাও পুলিশের গুলিতে কোথাও হামলাকারীদের আক্রমণে মানুষ মারা গিয়েছেন।”
দাঙ্গা ঠেকাতে তিনি উপায় হিসাবে বলেন, “হিংসা দেখলে ডান্ডাগুলোকে মোটা করতে হবে। দেশ বাঁচাতে হলে আবার লাল ঝান্ডাকে মজবুত করতে হবে।”
Be the first to comment