চিরন্তন ব্যানার্জি, কলকাতাঃ আরজি করে তরুণী চিকিৎসকে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য তথা দেশ। আন্দোলনকারীদের লাগাতার আন্দোলনের চাপে ১২ দিনের মধ্যে আরজি কর হাসপাতালে দুজন অধ্যক্ষ এবং সুপার বদল হল। এই উত্তাল পরিস্থিতির মধ্যেই আরজি কর হাসপাতালের ফের নতুন অধ্যক্ষ হলেন মানসকুমার বন্দ্যোপাধ্যায়। তিনি এতদিন বারাসত গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ছিলেন। আরজি কর থেকে বদলি হয়ে এবার বারাসত গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ হলেন সুহৃতা পাল। উল্লেখ্য, সন্দীপ ঘোষের পদত্যাগের পর সুহৃতা পালকেই আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ করে নিয়ে আসা হয়, কিন্তু আন্দোলনকারীরা তাকেও চায় নি। তাঁর বিরুদ্ধেও লাগাতার আন্দোলন চালিয়ে যায়। অবশেষে চাপের মুখে নতিস্বীকার করে স্বাস্থ্যভবন। বুধবার রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম জানান, আরজি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার বুলবুল মুখোপাধ্যায়কেও সরিয়ে দেওয়া হয়েছে। আপাতত তিনি ওই হাসপাতালে ফিজিওলজির অধ্যাপনা করবেন। তাঁর জায়গায় আরজি কর হাসপাতালের নতুন সুপার হলেন ডাক্তার সপ্তর্ষি চট্টোপাধ্যায়। তিনি বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ও হাসপাতালের সুপার ছিলেন।
পাশাপাশি মৃত তরুণী চিকিৎসক যে ডিপার্টমেন্টের চিকিৎসক ছিলেন সেই চেষ্ট মেডিসিন বিভাগের প্রধান অরুণাভ দত্ত চৌধুরীর বিরুদ্ধেও ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারী চিকিৎসকেরা। তাঁকেও অপসারণের দাবি ওঠে। অবশেষে অরুণাভ দত্ত চৌধুরীকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য স্বাস্থ্যদপ্তর। মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগে অধ্যাপক পদে পুনর্বাসন দেওয়া হয়েছে তাঁকে।
Be the first to comment