
রোজদিন ডেস্ক, কলকাতা:- ডাবের জল খেয়ে রবিবার দুপুরে অনশন ভাঙলেন সুপ্রিম নির্দেশে চাকরিহারা পঙ্কজ রায়, সুমন বিশ্বাস এবং প্রতাপ কুমার সাহারা।পঞ্চম দিনে অনশন তুললেন চাকরিহারা তিন শিক্ষক।
সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার এসএসসি শিক্ষক-শিক্ষা কর্মী। তারপর থেকেই আন্দোলনের পথে হেঁটেছেন চাকরিহারারা। এসএসসি ভবনের সামনে অনশন শুরু করেন চাকরিহারা পঙ্কজ রায়, তাঁর সঙ্গে যোগ দেন সুমন বিশ্বাস, প্রতাপ রায়রা। পঞ্চম দিনের মাথায় আজ অনশন তুলে আন্দোলন স্থগিত রাখলেন তাঁরা।
এ প্রসঙ্গে আন্দোলনকারী প্রতাপ রায় বলেন, “আমরা যে তিনটি দাবি নিয়ে আন্দোলন করেছি, তা এখনও পূরণ হয়নি। এখানে আমাদের মাথার উপর ত্রিপলটুকু নেই। পুলিশ-প্রশাসন সহযোগিতা করছে না। বিশেষ রাজনৈতিক দলের বাইক বাহিনী দাপাদাপি করছে। তাই আপাতত আন্দোলন স্থগিত রাখছি। বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব। ”
Be the first to comment