
রোজদিন ডেক্স: আজ শনিবার কলকতায় আইপিএলের উদ্বোধন। আইপিএলের উদ্বোধন অনুষ্ঠানের ড্রেস রিহার্সাল দেওয়ার জন্য শুক্রবার রাত নটা নাগাদ ইডেনে শাহরুখ খানের আসার কথা ছিল। কলকাতায় কেকেআর এর ম্যাচ মানেই শাহরুখ খান গৃহকর্তা। ইডেনে প্রথমবার উদ্বোধনী অনুষ্ঠান। তারউপর হাইভোল্টেজ ম্যাচ। উদ্বোধন অনুষ্ঠানে শ্রেয়া ঘোষাল, দিশা পাটানিরা পারফর্ম করবেন। সেই উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালক শাহরুখ খান স্বয়ং। ফলে রিহার্সাল দেওয়া এবং ব্যবস্থাপনা দেখে নেওয়ার ইচ্ছে হয়তো ছিল। কিন্তু, প্রকৃতি বাধ সেধেছে। বৃষ্টিস্নাত ইডেনে সমস্ত ব্যবস্থা সত্ত্বেও রিহার্সাল দেওয়া বাতিল করলেন বলিউড বাদশা। ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় লিগের তারকা খচিত বোধনে বাধ সাধবে না তো আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলছেন, সময় নির্দিষ্ট করে বৃষ্টি হবে কখন বলা সম্ভব নয়। তবে বৃষ্টি একটানা হবে না। বিক্ষিপ্তভাবে হবে। দমকা হাওয়া থাকবে। এই সময় বৃষ্টির পেছনে নিম্নচাপের শঙ্কা দেখছন অনেকে। হাওয়া অফিস বলছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গের বাতাসে ঢুকেছে। এছাড়াও, উত্তর-পশ্চিম ঝঞ্ঝার প্রভাব রয়েছে। যদিও ঝঞ্ঝার অবস্থান বেশ দূরে। তবুও প্রভাব পড়েছে। ফলে ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে কিছু জেলায়।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস শিলাবৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা শনিবারও রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় দূর্যোগ চলবে। বাদ যাবে না কলকাতাও। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। রবিবারও চলতে পারে এই ঝড়বৃষ্টি। তবে বৃষ্টির পরিমাণ রবিবার কমে যাবে। ঝড়বৃষ্টির সম্ভাবনা শুক্রবার এবং আজ অর্থাৎ শনিবারই বেশি। এরফলে তাপমাত্রার পারদ ইতিমধ্যেই নেমেছে। আজকের পরে তাপমাত্রার পারদ চার থেকে পাঁচ ডিগ্রি নেমে যেতে পারে। আগামী ২৪ মার্চ অর্থাৎ সোমবারের পর থেকে বৃষ্টি কমে গিয়ে ফের পারদ চড়তে শুরু করবে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও শুক্রবার প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজ শনিবার মালদা, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ারের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে। শুক্রবার কলকাতা এবং প্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২১.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯০ শতাংশ সর্বনিম্ন ৩৯শতাংশ।
আজ শনিবার দিনের আকাশ আংশিক মেঘলা। দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৯ ডিগ্রি এবং ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
Be the first to comment