বাজ পড়ে মৃত্যু হল এক কলেজ পড়ুয়ার

Spread the love

বাজ পড়ে মৃত্যু হল এক কলেজ পড়ুয়ার। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রের নাম প্রীতম মণ্ডল। বয়স ২৪ বছর।

ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার নেপালগঞ্জের বাদামতলায়। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সাইকেলে চেপে বাদাম তলায় বাজার করতে এসেছিল প্রীতম। এ দিন সকাল থেকেই কলকাতা  তার পার্শ্ববর্তী এলাকায় তুমুল বৃষ্টি হচ্ছিল। সেই সঙ্গে বজ্রপাত। বৃষ্টির মধ্যেই জোরে সাইকেল চালিয়ে বাড়ির পথ ধরেছিল প্রীতম।

এক প্রত্যক্ষদর্শীর কথায়, মাথায় ছাতা ধরে জোরেই সাইকেল চালাচ্ছিল ছেলেটি। আচমকা বিকট শব্দে বাজ পড়ে। দেখা যায় সাইকেল থেকে রাস্তায় পড়ে গেছে প্রীতম। সাইকেল ছিটকে গেছে দূরে। ছুটে আসেন এলাকার বাসিন্দারা। দেখেন দেহ অসাড়, প্রাণ নেই। তাঁরাই খবর দেন থানায়।  পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, প্রীতমের বাড়ি সোনারপুর থানার বনহুগলীর হুটকো পাড়ায়। সে এনডুস কলেজের রাষ্ট্রবিজ্ঞনের তৃতীয় বর্ষের ছাত্র। পড়াশোনায় বরাবরই মেধাবী ছিল প্রীতম। তাঁর মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকায়।

এর আগে কলকাতার ময়দান এলাকায় বিয়ের কেনাকাটা করতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হয়েছিল এক যুবকের। পরিবেশবিদদের মতে, বাজ পড়ে মৃত্যুর ঘটনা দিন দিন বাড়ছে। বিশেষত এ বছর সেটা অনেকটাই বেশি। জেলা তো বটেই শহরেও বজ্রাঘাতে মৃত্যুর ঘটনা বাড়ছে। জুন মাসে কলকাতার বিবেকানন্দ পার্কে বাজ পড়ে মৃত্যু হয়েছিল দেবব্রত পাল নামে এক তরুণ ক্রিকেটারের। জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের হিসাব অনুযায়ী গত বছরে বাজ পড়ে মোট ৩৬ জনের মৃত্যু হয়েছিল। বিপর্যয় মোকাবিলা কর্মীদের মতে, সতর্কতাই এই বিপর্যয় থেকে বাঁচার একমাত্র উপায়। কিন্তু, সচেতনতা বাড়ানোর চেষ্টা হলেও বেশিরভাগ সময়েই মানুষ বজ্রপাতের সময় খোলা আকাশের নীচে থাকেন, সতর্কতা মেনে চলেন না। তাই এই ঘটনা দিন দিন বাড়ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*