বৃহস্পতিবার সকাল আর রাতে জারি থাকবে মনোরম হাওয়া৷ কিন্তু দুপুর বাড়ার সঙ্গে তীব্র রোদের দাবদাহে নাজেহাল অবস্থা শহরবাসীর৷ এ বার চৈত্রের গরমে কিছুটা হলেও স্বস্তি দেবে ঘূর্ণাবর্ত৷ আর তার জেরেই বৃষ্টির সম্ভাবনা সারা রাজ্যজুড়ে৷ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার সারাদিনই মেঘলা থাকবে শহরের আকাশ৷ আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি হতে পারে৷ বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও৷
পাশাপাশি উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, ছত্তিশগড়ের উপর একটি ঘূর্ণবর্ত তৈরি হয়েছে৷ সামুদ্রিক জোলো হাওয়ায় ক্রমেই শক্তি বাড়াচ্ছে সেটি৷ আর এর প্রভাবেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে৷ আবহাওয়া দপ্তর জানিয়েছে, এর প্রভাবে আজ, বৃহস্পতিবার রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আছে।
Be the first to comment