তিব্বতে শক্তিশালী ভূমিকম্প

Spread the love
অরুণাচল প্রদেশের সীমান্তের নিকটবর্তী তিব্বতের নিংচি শহর এবং পার্শ্ববর্তী এলাকার রিখটার স্কেলে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। ক্ষয়ক্ষতির তেমন কোনো খবর পাওয়া না গেলেও ভূমিকম্পের ফলে ঐ অঞ্চলের বিভিন্ন গ্রামে বিদ্যুৎকেন্দ্র এবং সম্পত্তি ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। নিংচির ১০ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পের কেন্দ্রীয় উৎস বলে সনাক্ত করা হয়েছে। ঐ অঞ্চলে রিখটার স্কেলে ৫ এবং ৩.১ এর মধ্যে চারটি ছোটখাটো ঝাঁকুনি পাওয়া গেছে। লাঙ্গা শহরের ঝাংজিগাং গ্রামের পার্টি প্রধান বলেন, ভূমিকম্পের ঝাঁকুনিতে তিনি তার বাড়ির ভিতরে দাঁড়াতে পারেননি। তার গ্রামে ছয়টি বাড়ি ঝাঁকুনিতে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় বিদ্যুৎ সরবরাহের সূত্র জানায়, তিব্বত প্রদেশ ও নিংচি উভয় জায়গায় বিদ্যুৎ গ্রিড স্বাভাবিকভাবে কাজ করছে, যদিও জরুরি ভিত্তিতে কাজকর্ম শুরু হয়েছে। চীনের ভূতাত্ত্বিক ব্যুরো জানায় যে ভূমিকম্পের সর্বোচ্চ সিসমিক তীব্রতা ৫০০ বর্গ মিটারের একটি এলাকাকে প্রভাবিত করেছে, যা জনবহুল। সরকারি নিরাপত্তা বিভাগের ফায়ার বিভাগ জানায়, নিংচি থেকে অগ্নি নির্বাপক বাহিনী পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত। উদ্ধারকারীর একটি দল হেলিকপ্টার করে ভূমিকম্পের উৎপত্তি স্থলে গ্যালা গ্রামে গিয়ে পর্যবেক্ষণ করবে, রাস্তায় পাথর পরে বন্ধ হয়ে গেছে। পরিবহন মন্ত্রণালয় ভূমিকম্পে আক্রান্ত এলাকায় গিয়ে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার জন্য কর্মীদের পাঠিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*