মৈপীঠে বাঘে-মানুষে লড়াই! বনকর্মীর ঘাড়ে কামড় বসাল রয়্যাল বেঙ্গল

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বাঘে-মানুষে লড়াই মৈপীঠে। সোমবার কিশোরী মোহনপুর গ্রামে বাঘ আচমকাই বনকর্মীর উপর হামলা চালায়। বনকর্মীর ঘাড়ে কামড় বসায় ওই রয়্যাল বেঙ্গল। গুরুতর জখম অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

রবিবার রাত থেকেই দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ব্লকের মৈপীঠ-বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের লোকালয়ে ফের ঢুকে পড়ে একটি রয়্যাল বেঙ্গল টাইগার। তার দাপটে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা। এরপরই খবর পেয়ে বাঘটিকে ধরতে বন দফতরের রায়দিঘি রেঞ্জের অন্তর্গত নলগোড়া বিট অফিসের কর্মীরা। জানানো হয়েছিল মৈপীঠ উপকূল থানাকেও। বাঘটি যাতে কোনও ভাবে রাতের অন্ধকারে গ্রামের মধ্যে ঢুকে পড়তে না পারে, তা নিশ্চিত করতে নগেনাবাদ ৯ নম্বর মুলার জেটিঘাটের কাছে গ্রামের দিক বরাবর নাইলনের জাল লাগিয়ে দেওয়াও হয়েছিল। এর ফলে রাতে গ্রামে বাঘ না ঢুকলেও সকালে খবর মেলে, নাইলনের জালের আশপাশেই রয়েছে বাঘ। সেইমতো বাঘকে বন্দি করার পরিকল্পনা করা হয়। স্থানীয় টাইগার টিমের সদস্যেরা বাঘকে বন্দি করতে গিয়েছিলেন। স্থানীয় সূত্রে খবর, সেই সময়েই টাইগার টিমের এক সদস্য গণেশ শ্যামলের উপর বাঘটি হামলা চালায়। কামড়ে ধরে তাঁর ঘাড়। সহকর্মীকে বাঁচাতে দলের বাকি সদস্যেরা লাঠি দিয়ে বাঘটিকে আঘাত করেন। তাতে বনকর্মীকে ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে বাঘটি। বন দফতর সূত্রে খবর, গণেশকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর অবস্থা সংকটজনক। এই ঘটনায় স্বাভাবিকভাবেই গ্রামে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*