শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে রয়্যাল বেঙ্গল টাইগার শীলা তিন সন্তানের জন্ম দিয়েছে। সেই তিন শাবকই মেয়ে বলে জানাল সাফারি পার্ক কর্তৃপক্ষ। কয়েকমাস আগে সন্তান প্রসব করেছিল শীলা। একটি সাদা রয়্যাল বেঙ্গলের বাচ্চাসহ মোট তিনটি ফুটফুটে বাচ্চা আপাতত সুস্থ। এতদিন তাদের থেকে কর্তৃপক্ষ দূরে থাকলেও সম্প্রতি তাদের একে অপরের থেকে আলাদা করে লিঙ্গ নির্ধারণ ও ওজন করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষাও করা হয়। তাতে দেখা যায় তিনশাবকই মেয়ে।
সাফারি পার্কের ডিরেক্টর অরুণ মুখার্জি বলেন, “তিন শাবকই মেয়ে। প্রজননের ভাবনাচিন্তা শুরু করছি আমরা। এক্সচেঞ্জ প্রথায় এক বা দুটি বাঘের বাচ্চা পরে অন্য কোথাও পাঠিয়ে বিনিময়ে অন্য দুটি পুরুষ বাঘ আনা যেতে পারে। অথবা এদের রেখে দিয়ে আরও তিনটি বাঘ পরে আনা হতে পারে। অবশ্য এক্ষেত্রে প্রজননকেন্দ্র হিসেবে সাফারি পার্ককে ব্যবহার করতে হলে কিছু পরিকাঠামো বৃদ্ধি করতে হবে। তবে আমাদের হাতেই উন্নত পশু হাসপাতাল আছে। শীলা ও স্নেহাশিস স্বাভাবিক মিলনেই মিলিত হয়েছিল। তিন শাবক দ্রুত বড় হচ্ছে। কিছুটা বড় হলে ওদের আমরা দর্শকের সামনে ছাড়ব।”
Be the first to comment