পদ্মাবতীর পর এবার খবরের শিরোনামে টাইগার জিন্দা হ্যায়। রাজনৈতিক দলের চোখ রাঙানি থেকে বাদ গেলো না সলমন খানের সিনেমাও। সিনেমাটি মুক্তি পেতে আর ৪৮ ঘন্টাও বাকি নেই। তার আগেই বিপাকে পড়ল ছবিটি। খোদ মুম্বাই শহরেই টাইগার জিন্দা হ্যায় সিনেমাটির মুক্তির পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে মহারাষ্ট্র নবনির্মান চিত্রপট সেনা(এমএনসিএস)। ছবির নির্মাতাকে তাদের হুঁশিয়ারি মহারাষ্ট্রের ‘দেবা’ ও ‘গাচ্ছি’ নামের দুটি সিনেমাকে সমান গুরুত্ব দিয়ে সিনেমা হলে দেখাতে হবে। না হলে বৃহত্তর আন্দোলনে নামার কথা জানায় তারা। মহারাষ্ট্র নবনির্মান চিত্রপট সেনার সঙ্গে হাতে হাত মিলিয়েছে কংগ্রেস ও শিবসেনা।
প্রসঙ্গত, আগামী শুক্রবার মুক্তি পেতে চলেছে সলমন খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ছবি টাইগার জিন্দা হ্যায়। দেশের প্রায় বেশীরভাগ সিনেমা হলে মুক্তি পাবে সিনেমাটি। কিন্তু ওই একই দিনে মুক্তি পেতে চলেছে মহারাষ্ট্রের দুটি ছবি ‘দেবা’ ও ‘গাচ্ছি’। কিন্তু ভাইজানের সিনেমা দেখার জন্য ইতিমধ্যেই দেশের বিভিন্ন হলের টিকিট বিক্রি হয়ে গিয়েছে। তাই মহারাষ্ট্রের অন্য দুটি ছবি দেখানোর সুযোগ পাওয়া যাচ্ছে না। যা নিয়েই শুরু হয়েছে তীব্র ডামাডোল। এমএনসিএসের সভাপতি জানিয়েছেন, অবিলম্বে দুটি সিনেমার জন্য স্লট নির্দিষ্ট করা হোক। তিনি আরও বলেন কেন একটা সিনেমার জন্য সমস্ত স্লট বরাদ্দ করা থাকবে? বাকী সিনেমা গুলো কী দোষ করেছে বলেও প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি জানা গিয়েছে অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে সলমন খানের সিনেমাটিও সমস্যার মুখে পড়বে।
Be the first to comment