যান্ত্রিক গোলযোগের কারণে ট্রেন রিসিডিউল করার ঘোষণায় অবরোধের কারণে কার্যত ৫ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকল হাওড়া-আমতা লাইনে। ফলে অফিস টাইমে ফেরার পথে চরম ভোগান্তির শিকার হলেন নিত্যযাত্রীরা।
শুক্রবার সন্ধ্যা ছটা নাগাদ সাঁতরাগাছি এবং মৌরিগ্রাম কেবিনের মাঝে একটি পয়েন্ট বিকল হয়ে যায়৷ তাই অবরুদ্ধ হয়ে পড়ে হাওড়া আমতা রেললাইনটি। হাওড়া থেকে আমতাগামী একটি ট্রেনকে রিসিডিউল করে টিকিয়াপাড়া স্টেশন থেকে ছাড়ার কথা ঘোষণা করা হয়।
হাওড়া স্টেশনে সেই ঘোষণা শুনে দলে দলে আমতাগামী ট্রেনের নিত্যযাত্রীরা জড়ো হন টিকিয়াপাড়া স্টেশনে। কিন্তু ঘোষণার দীর্ঘক্ষণ পরেও টিকিয়াপাড়া স্টেশন থেকে আমতাগামী কোনও ট্রেনের দেখা পাননি তাঁরা৷ তাই শুরু হয় বিক্ষোভ। রেল লাইনের উপরে গাছ ফেলে অবরোধ শুরু করেন নিত্যযাত্রীরা।
তাঁদের এই অবরোধের ফলে রাত নটা পর্যন্ত দক্ষিণ-পূর্ব রেলের আপ এবং ডাউন শাখায় বন্ধ হয়ে যায় যাবতীয় ট্রেন চলাচল। ভোগান্তিতে পড়েন উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, পাঁশকুড়া, খড়গপুর সহ বিভিন্ন এলাকার যাত্রীরা। রেলের তরফে নিত্যযাত্রীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার অনুরোধ করা হয়।
অবশেষে প্রায় ৫ ঘণ্টা পর ওঠে অবরোধ। ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হয় হাওড়া-আমতা লাইনে। তবে এটি দীর্ঘক্ষণ অবরোধ চলায় অনেক নিত্যযাত্রী বাসে করে বাড়ির পথে এগিয়ে যান।
Be the first to comment