সাতসকালে শহরে চললো গুলি, দেদার বোমাবাজি! শিরোনামে তিলজলা

Spread the love

রিজেন্ট পার্কের পর এবার তিলজলায় চলল গুলি। দোলের বিকেলে রিজেন্ট পার্কে গুলি চালানোর অভিযোগ উঠেছিল। এবার তিলজলায় একই ঘটনার পুনরাবৃত্তি। চপারের আঘাতে জখম হন এক যুবক। শনিবার সকালের এই ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে তিলজলা থানার বিশাল পুলিশবাহিনী। স্থানীয়দের অভিযোগ, তিলজলার দাড়িখানা মোড় এলাকায় এদিন সকালে গুলি চলে। একইসঙ্গে অনবরত বোমাবাজির শব্দেও কাঁপতে থাকে এলাকা। জানা গিয়েছে, যিনি জখম হয়েছেন তিনি পেশায় একজন ট্যাক্সিচালক। আঘাত পান তাঁর বাবাও। সূত্রের দাবি, টাকা নিয়ে বচসার জেরেই এই ঘটনা। তদন্ত করছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, এলাকায় দুষ্কৃতী তাণ্ডব বাড়ছে। কোনও উৎসবের আবহে এরা গোলমাল করে এলাকায় সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করে।

জখম যুবকের নাম রাজু রায়। ট্যাক্সি চালান তিনি। রাজুর পরিবারের দাবি, শুক্রবার রাতে স্থানীয় তিন যুবক রাজুর কাছে টাকা চেয়েছিলেন। তা দিতে রাজি না হওয়ায় ঝামেলার সূত্রপাত। অভিযোগ, এরপরই শনিবার সকালে রাজু তাঁর ভাইকে নিয়ে বাজার করে ফেরার সময় ওই তিন যুবক-সহ মোট পাঁচজন আচমকা রাজুর উপর হামলা করেন। রাজুকে প্রথমে চপার দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। রাজু পালানোর চেষ্টা করতে চালানো হয় গুলি। সেই সময় এলাকায় মুড়ি মুড়কির মতো বোমাবাজিও শুরু করেন অভিযুক্তরা। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে পুলিশ একটি চপার উদ্ধার করেছে।

স্থানীয় এক বাসিন্দা জানান, চার পাঁচ রাউন্ড গুলি চালায় এলাকার কয়েকজন যুবক। এরপর চপার নিয়ে রাজু আর রাজুর বাবার হাতে কোপ মারে। খুব খারাপ অবস্থা। হাসপাতালে নিয়ে গিয়েছে। অথচ যারা এগুলো করল তারা কিন্তু পালিয়ে বেঁচে গেল। পুলিশ এসে বোমা, বুলেটের খোল উদ্ধার করেছে। এলাকার লোকজনেরও খুবই রাগ ওই পাঁচ ভাইয়ের উপর।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*