পিয়ালি আচার্য : শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি। তাঁদের গৃহে যেন জনম জনম বিরাজ করেন মা লক্ষ্মী। এই প্রার্থনা নিয়েই প্রতি বছর কোজাগরী পূর্ণিমার দিন মা লক্ষ্মীর আরাধনা করেন গৃহলক্ষ্মীরা। দুর্গাপুজো কেটে যাওয়ার পর মনে যখন একটু বিষাদ উঁকি মারে, তখনই এসে যায় লক্ষ্মীপুজো। আবার ফল কাটা, আবার প্রদীপ জ্বালানো, আবার ভোগ রান্না, মা-কে ষোড়শ উপাচারে পুজো করা। লক্ষ্মীপুজোর দিন শুধু যে গৃহবধূরা আলপনা দিয়ে খই, মুড়কি, কদমা সাজিয়ে মায়ের নৈবেদ্য তৈরি করেন তা নয়, ২৪x৭ যাঁরা কাজ করে চলেন, যাঁরা সমাজের সেলিব্রিটি তাঁরাও ব্যস্ত সময় থেকে কিছুটা সময় বের করে আনন্দ উৎসবে মেতে ওঠেন। পরিবারের সঙ্গে মিলেমিশে কেউ বা গৃহলক্ষ্মীর পুজোয় অংশগ্রহণ করেন, কেউ পাড়ার মণ্ডপে আবার কেউ বা নিজেদের আবাসনে ধনদেবীর আরাধনা করেন এক মনে। তবে বর্তমান অশান্ত সময়ে সকলের অন্যতম প্রার্থনা ‘বরিষ ধরা মাঝে শান্তিরও বারি’। সুখ, সমৃদ্ধি, ধনদৌলতের পাশাপাশি অমর্ত্যলোকের বাসিন্দা দেব-দেবীদের কাছে প্রার্থনা মা সবাইকে ভালো রাখো, সুরক্ষিত রাখো, শান্তিতে রাখো। রোজদিন-এর তরফ থেকে আমরা তিন সেলিব্রিটি শতাব্দী রায়, ইন্দ্রাণী হালদার এবং অপরাজিতা আঢ্যর বাড়িতে গিয়েছিলাম লক্ষ্মীপুজোর দিন তাঁরা কেমনভাবে কাটান তা দেখতে। যে ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে তা দর্শকদের জন্য তুলে ধরলাম।
ছবি তুলেছেন প্রশান্ত দাস
Be the first to comment